৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তাল রাজ্যসভা, ‘মোদি-আদানি ভাই ভাই’ বিরোধীদের স্লোগানের মধ্যেই বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্ক:  আদানি ইস্যুতে প্রবল হই-হট্টগোলের মধ্যে কংগ্রেসকে নিশানা করে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। বিরোধীদের স্লোগান ‘মোদি-আদানি ভাই ভাই’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য এক নজরে:

 

  • যতই কাদা ছড়ানো হবে, ততই পদ্ম প্রস্ফুটিত হবে
  • বিরোধীদের হাতে কাদা আছে, তাই ছুঁড়ছেন তারা
  • সংসদে কয়েকজনের ব্যবহার দেশকে আশাহত করেছে
  • পঞ্চায়েত থেকে সর্বত্রই তী ক্ষমতায় ছিল
  • ৬০ বছর ধরে তারা বড় বুনিয়াদ তৈরি করেছে বলেছিল
  • কিন্ত আমরা ক্ষমতায় এসে দেখলাম খালি বড় গর্ত তৈরি হয়েছে
  • জন-ধন প্রকল্পের মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হয়েছে, প্রচুর মানুষ গ্রাহ হয়েছে
  • আগে তো সাধারণ মানুষ ব্যাঙ্কের দরজা পর্যন্ত পৌঁছতে পারত না, কিন্তু এখন পারছে
  • কর্নাটকে ১ কোটি ৭০ লক্ষ মানুষ অ্যাকাউন্ট খুলেছে
  • আমরা মানুষের বিশ্বাস অর্জন করেছি
  • জন-ধন, আধার, মোবাইল তিন শক্তি এখন মানুষের হাতে
  • দেশের বিকাশের লক্ষ্য, দেশের বিকাশের পথ এখন সুনির্দিষ্ট
  • আরামের রাস্তা আমাদের জন্য নয়
  • মানুষের কাজ করার জন্য পরিশ্রম করতে হয়
  • ২০১৪ সাল পর্যন্ত ১৪ কোটি এলপিজি কানেকশন ছিল
  • এখন আমরা ৩২ কোটি বাড়িতে রান্নার গ্যাস দিয়েছি
  • পিএম শক্তি মাস্টার প্ল্যানে জোর দেওয়া হয়েছে সরকারে কাজ হল মানুষকে তার প্রাপ্য দেওয়া
  • আদিবাসী কল্যাণের জন্য বিনিয়োগ বাড়ানো হয়েছে
  • মানুষ যাতে ২২ ঘণ্টা বিদ্যুৎ পায়, তার উদ্যোগ নেওয়া হয়েছে
  • সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মানুষ এখন টাকা পাচ্ছে

 

  • আগে কোন গ্রামে একটা টিউবঅয়েল বসিয়েই এক সপ্তাহ উৎসব হত। আমরা সরকারে আসার ৩ কোটি ঘরে কলের জল পৌঁছত।  গত ৩-৪ বছরে আমরা ১১ কোটি ঘরে কলের জল পৌঁছে দিয়েছি।
  • গর্ভাবস্থায় শিশুরু পুষ্টির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে
  • হাসপাতালে প্রসবের সংখ্যা অনেক বেড়েছে
  • সরকারের লক্ষ্য সব মানুষকে সামাজিক ন্যায় দেওয়া
  • গত সাত-আট বছরে ৭ লক্ষ আদিবাসীকে জমির পাট্টা দেওয়া হয়েছে
  • আমাদের সময় মহিলারা সুরক্ষিত আছেন
  • বেটি বাঁচাও প্রকল্পের মাধ্যমে মেয়েদের সংখ্যা বেড়েছে
  • আপনারা এখানে চেঁচামেচি করছেন, মানুষ আপনাদের কথা শুনছে না
  • এই দেশ কোনও পরিবারের দখলে নেই
  • এই দেশ কোনও পরিবারের জমিদারি নয়
  • কংগ্রেস দেশ পরিবারতন্ত্র চালু করতে চায়
  • নেহরু পদবি ব্যবহার করতে অসুবিধা কেন?
  • গান্ধি-নেহরু পরিবারের কেউ নেহরু পদবি ব্যবহার করেন না কেন?
  • মানুষের জন্য যাতে কোনও ক্ষতি না হয়, যেভাবেই আমরা কাজ করি

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তাল রাজ্যসভা, ‘মোদি-আদানি ভাই ভাই’ বিরোধীদের স্লোগানের মধ্যেই বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  আদানি ইস্যুতে প্রবল হই-হট্টগোলের মধ্যে কংগ্রেসকে নিশানা করে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। বিরোধীদের স্লোগান ‘মোদি-আদানি ভাই ভাই’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য এক নজরে:

 

  • যতই কাদা ছড়ানো হবে, ততই পদ্ম প্রস্ফুটিত হবে
  • বিরোধীদের হাতে কাদা আছে, তাই ছুঁড়ছেন তারা
  • সংসদে কয়েকজনের ব্যবহার দেশকে আশাহত করেছে
  • পঞ্চায়েত থেকে সর্বত্রই তী ক্ষমতায় ছিল
  • ৬০ বছর ধরে তারা বড় বুনিয়াদ তৈরি করেছে বলেছিল
  • কিন্ত আমরা ক্ষমতায় এসে দেখলাম খালি বড় গর্ত তৈরি হয়েছে
  • জন-ধন প্রকল্পের মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হয়েছে, প্রচুর মানুষ গ্রাহ হয়েছে
  • আগে তো সাধারণ মানুষ ব্যাঙ্কের দরজা পর্যন্ত পৌঁছতে পারত না, কিন্তু এখন পারছে
  • কর্নাটকে ১ কোটি ৭০ লক্ষ মানুষ অ্যাকাউন্ট খুলেছে
  • আমরা মানুষের বিশ্বাস অর্জন করেছি
  • জন-ধন, আধার, মোবাইল তিন শক্তি এখন মানুষের হাতে
  • দেশের বিকাশের লক্ষ্য, দেশের বিকাশের পথ এখন সুনির্দিষ্ট
  • আরামের রাস্তা আমাদের জন্য নয়
  • মানুষের কাজ করার জন্য পরিশ্রম করতে হয়
  • ২০১৪ সাল পর্যন্ত ১৪ কোটি এলপিজি কানেকশন ছিল
  • এখন আমরা ৩২ কোটি বাড়িতে রান্নার গ্যাস দিয়েছি
  • পিএম শক্তি মাস্টার প্ল্যানে জোর দেওয়া হয়েছে সরকারে কাজ হল মানুষকে তার প্রাপ্য দেওয়া
  • আদিবাসী কল্যাণের জন্য বিনিয়োগ বাড়ানো হয়েছে
  • মানুষ যাতে ২২ ঘণ্টা বিদ্যুৎ পায়, তার উদ্যোগ নেওয়া হয়েছে
  • সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মানুষ এখন টাকা পাচ্ছে

 

  • আগে কোন গ্রামে একটা টিউবঅয়েল বসিয়েই এক সপ্তাহ উৎসব হত। আমরা সরকারে আসার ৩ কোটি ঘরে কলের জল পৌঁছত।  গত ৩-৪ বছরে আমরা ১১ কোটি ঘরে কলের জল পৌঁছে দিয়েছি।
  • গর্ভাবস্থায় শিশুরু পুষ্টির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে
  • হাসপাতালে প্রসবের সংখ্যা অনেক বেড়েছে
  • সরকারের লক্ষ্য সব মানুষকে সামাজিক ন্যায় দেওয়া
  • গত সাত-আট বছরে ৭ লক্ষ আদিবাসীকে জমির পাট্টা দেওয়া হয়েছে
  • আমাদের সময় মহিলারা সুরক্ষিত আছেন
  • বেটি বাঁচাও প্রকল্পের মাধ্যমে মেয়েদের সংখ্যা বেড়েছে
  • আপনারা এখানে চেঁচামেচি করছেন, মানুষ আপনাদের কথা শুনছে না
  • এই দেশ কোনও পরিবারের দখলে নেই
  • এই দেশ কোনও পরিবারের জমিদারি নয়
  • কংগ্রেস দেশ পরিবারতন্ত্র চালু করতে চায়
  • নেহরু পদবি ব্যবহার করতে অসুবিধা কেন?
  • গান্ধি-নেহরু পরিবারের কেউ নেহরু পদবি ব্যবহার করেন না কেন?
  • মানুষের জন্য যাতে কোনও ক্ষতি না হয়, যেভাবেই আমরা কাজ করি