ফের একধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম, চেক করে নিন লেটেস্ট রেট….

- আপডেট : ১ অক্টোবর ২০২২, শনিবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক: মূল্যবৃদ্ধির মাঝেই সামান্য স্বস্তি, ফের কিছুটা দাম কমল রান্নার গ্যাসের। দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হল। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে। এরফলে এবার থেকে ১৯ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৫৯ টাকা। আগে এই দাম ছিল ১৮৮৫ টাকা। আজ ১ অক্টোবর থেকেই এই দাম কার্যকর হয়েছে।
প্রত্যেক মাসের শুরুতেই দেশের ওয়েল মার্কেটিং কোম্পানিগুলি বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দামের পুনর্বিশ্লেষণ করে পেট্রোল-ডিজেল ও এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করা হয়। এদিন ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলিন্ডার পিছু দাম ২৫ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে।
দিল্লিতে এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৫৯ টাকা। আগে রাজধানীতে বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হত ১৮৮৫ টাকা। কলকাতাতেও কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। আগে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হত ১৯৯৫ টাকা ৫০ পয়সা। ৩৬ টাকা ৫০ পয়সা দাম কমায়, এবার থেকে বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯৫৯ টাকা। একইভাবে মুম্বইয়েও ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৮৪৪ টাকা থেকে কমে ১৮১১ টাকা ৫০ পয়সা খরচ হবে।
মেট্রো শহরগুলির মধ্যে চেন্নাইতেই গ্যাসের দাম সবথেকে বেশি। আগে চেন্নাইয়ে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হত ২০৪৫ টাকা। এবার থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ২০০৯ টাকা ৫০ পয়সা খরচ হবে।
এর আগে ১ সেপ্টেম্বর ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯১ টাকা ৫০ পয়সা কমানো হয়েছিল। গত অগস্ট মাসেও ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। সেই সময়ে সিলিন্ডার পিছু ৩৬ টাকা দাম কমানো হয়েছিল। তার আগে জুলাই মাসে ৯৮ টাকা দাম কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তবে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।
প্রসঙ্গত, মে মাস থেকে শুরু করে এই নিয়ে টানা কয়েক মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমাল তেল সংস্থাগুলি। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় স্বস্তি পাবেন বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল। পরোক্ষে প্রভাব পড়বে পণ্যের বাজারেও। যদিও রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দাম এমাসে কমানো হয়নি। ফলে গৃহস্থর হেঁসেলে এখনই কোনও স্বস্তির খবর নেই।