‘আন্তর্জাতিক নারী দিবস’-এর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বাংলার মুখ্যমন্ত্রী
ইমামা খাতুন
- আপডেট :
৮ মার্চ ২০২৩, বুধবার
- / 27

পুবের কলম ওয়েবডেস্ক: বুধবার ‘আন্তর্জাতিক নারী দিবস’। সমগ্র বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিন। আন্তর্জাতিক নারী দিবসে ভারতের অগ্রগতিতে নারীদের ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নারীদের ক্ষমতায়নে তাঁর সরকার কাজ চালিয়ে যাবে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি। সমাজ পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার বার্তা দিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের নারীদের নারীদিবসে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’ও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘ আন্তর্জাতিক নারী দিবসে, আমাদের নারী শক্তির সাফল্যকে কুর্নিশ জানাই। আমরা ভারতের অগ্রগতিতে নারীদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দিই।
আমাদের সরকার নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাবে।’ সেই সঙ্গে প্রধানমন্ত্রী পোস্ট করেছেন একটি ভিডিও। ভিডিওটিতে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর। ‘নারী তু নারায়ণী’র প্রতি শ্রদ্ধা’ ।
বুধবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, “নারীর অধিকার আমাদের অঙ্গীকার।”
পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার-এর মতো একাধিক প্রকল্প নিয়েছে। এরফলে মহিলারা যে যথেষ্ট উপকৃত হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।