হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, প্রেসিডেন্ট পদপ্রার্থী লা পেনকে তুলাধুনা মুসলিম নারীর

- আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার
- / 9
পুবের কলম প্রতিবেদকঃ হিজাব নিয়ে কী ভাবছেন স্পষ্ট করুন। হিজাব নিষিদ্ধ করা নিয়ে কি পরিকল্পনা করছেন আপনারা । শুক্রবার ফরাসী প্রেসিডেন্ট নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোর একমাত্র প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেনকে সামনে পেয়ে প্রশ্ন করেলন এক মুসলিম মহিলা। বিস্ফোরক ইস্যুটি ফরাসী প্রেসিডেন্ট নির্বাচনেও একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে এবং এর জন্য ম্যাক্রোরও তার অবস্থান স্পষ্ট করতে বাধ্য হয়েছেন।
শুক্রবার দক্ষিণ ফ্রান্সের প্রোভেন্সের পেরতুইসের একটি বাজারে নির্বাচনী জনসংযোগের সময়, ৫৩ বছর বয়সী লা পেনকে ৭০ বছর বয়সী বোরকা পরিহিত আলজেরিয়ান বংশোদ্ভূত এক নারী তার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। ‘রাজনীতিতে মাথার হিজাবের কথা কেন আসছে?’ ফাতেমা বেনমালেক নামের ওই নারী লা পেনকে জিজ্ঞাসা করেন।
ফ্রেঞ্চ ন্যাশনাল র্যালির প্রার্থী তার অবস্থান রক্ষা করতে বলেন, হিজাবকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কট্টরপন্থীরা এটা করছে। ফাতেমা বেনমালেক তখন বলেন, ‘এটি সত্য নয়’। ফাতেমা বেনমালেক বলেন, ‘আমি একজন প্রাক্তন সৈনিকের মেয়ে । আমি ফরাসি সেনাবাহিনীতে ১৫ বছর কাটিয়েছি। প্রাপ্তবয়স্ক জীবনে আমি হিজাব পরিধান করছি। তাতে সমস্যা কোথায়।’ এর পরে লা পেন হেসে মুখ ফিরিয়ে নেন।
ইপসোস-সোপ্রা-স্টেরিয়ার সমিক্ষা মতে, ২৪ এপ্রিলের রানঅফের নির্বাচনে ৫৬ শতাংশ ভোট পেয়ে লা পেনের বিরুদ্ধে জয়ী হতে পারেন বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রো। একটি পোল ৫৩.৫ শতাংশ পেয়ে জয়ী হবেন তিনি। লা পেন আনুমানিক চার থেকে পাঁচ মিলিয়ন মুসলিম সহ একটি দেশেহিজাবের উপর একটি পাবলিক নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেছেন ‘এটি একটি ইসলামবাদী ইউনিফর্ম যা আমি সর্বজনীন স্থানে নিষিদ্ধ করব ।’ তিনি গত সপ্তাহে দাবি করেন, ‘বোরখা পরিধানকারী সকল নারী ইসলামপন্থী নন কিন্তু অনেকেই এর শিকার হয়েছেন, এটাই বাস্তবতা’। তবে লা পেনের অস্পষ্ট অবস্থান তার নিজের শিবিরকে বিভ্রান্ত করেছে। প্রভাবশালী লা পেন সমর্থক রবার্ট মেনার্ড, বেজিয়ার্সের মেয়র, নিষেধাজ্ঞার ধারণাটিকে ‘একটি ভুল’ বলে অভিহিত করেছেন যা ‘বাস্তবায়ন করা অসম্ভব’।