কাশ্মীরের মানুষ ভয়ের মধ্যে রয়েছে: মেহবুবা

- আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, রবিবার
- / 11
শ্রীনগর, ২৬ নভেম্বর: জম্মু-কাশ্মীরে মানুষকে ক্রমশ গ্রাস করছে হতাশা। উপত্যকা জুড়ে এখন হতাশা ও ভয়ের পরিবেশ। আতঙ্কের মধ্যেই বসবাস করতে হচ্ছে আম-জনতাকে। এমনই অভিযোগ করলেন পিডিপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মেহবুবার অভিযোগ, ‘‘কাশ্মীরের মানুষ এখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। সম্প্রতি, সারজান বরকতির স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপে অর্থ সরবরাহ করার অভিযোগ তোলা হয়েছে। কোনও প্রমাণ নেই, কোনো শুনানি নেই, অথচ লোকজনকে গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে। মানুষ ভয়ের মধ্যে রয়েছে।’’ কুলগামে সাংবাদিকদের কাছে এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে ও কাশ্মীর প্রশাসনের বিরুদ্ধে সরব হন মেহবুবা। এছাড়াও দক্ষিণ কাশ্মীর জেলার মানজগামে দলীয় কর্মী সম্মেলনে ভাষণ দেন মেহবুবা। সেখানে তিনি বলেন, ‘পিডিপি যে কোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আর সেজন্য আমি জনগণের কাছে যাচ্ছি।’