দুর্গাপুজোয় এই দুদিন হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ থাকবে, নির্দেশ স্বাস্থ্য দফতরের

- আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 9
পুবের কলম প্রতিবেদক: সপ্তমী ও অষ্টমীতে রাজ্যের হাসপাতালগুলিতে বন্ধ থাকবে আউটডোর পরিষেবা। এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। যেহেতু সপ্তমীর দিন রবিবার তাই। ওই দিন সাধারণত আইটডোর পরিষেবা বন্ধ থাকে।
অষ্টমীর দিন রবিবার। ওই দিন প্রতিটি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ থাকবে বলে এক নির্দেশিকায় জানানো হয়েছে। অন্য দিনগুলি চিকিৎসা পরিষেবা একদম স্বাভাবিক থাকবে। তবে রবিবার ও সোমবার এই দু’দিন ইমার্জেন্সি, ইনডোর-সহ অন্যান্য পরিষেবাগুলি চালু থাকবে।
এদিকে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ধীরে ধীরে ভয়ানক হতে থাকায় বিষয়টি নিয়ে আলাদা সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। এবার রাজ্যের সমস্ত সরকারি চিকিৎসক ও অন্যান্য আধিকারিকরা আগাম অনুমতি ছাড়া পুজোতে ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে অন্যত্র যেতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের দুই স্বাস্থ্য অধিকর্তা নির্দেশিকার মাধ্যমে এই খবর জানিয়েছেন।
তবে শুধু সরকারি হাসপাতাল কিংবা মেডিকেল কলেজগুলিই নয়, পুজোর সময় চিকিৎসা পরিষেবা কেমন থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে শহরের বেশ কয়েকটি বড় বেসরকারি হাসপাতালেও।