কলকাতাThursday, 23 December 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

Breaking: কলকাতার নতুন মেয়র হলেন ফিরহাদ হাকিম  

mtik
December 23, 2021 2:34 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ কলকাতার নতুন মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।কলকাতার নতুন চেয়ারপার্সন মালা রায়। কলকাতা পুরসভা নতুন দলনেতা হলেন ফিরহাদ হাকিম।  ডেপুটি মেয়র অতীন ঘোষ। মেয়র ইন কাউন্সিল হবেন ১৩ জন।

ডেপুটি মেয়রের পাশাপাশি, অন্যতম মেয়র পারিষদ করা হয়েছে অতীন ঘোষকে। দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিংহ, স্বপন সমাদ্দার, সুব্রত বক্সীর ভাই সন্দীপরঞ্জন বক্সী, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়, রাম পেয়ারে রাম এবং জীবন সাহাকে করা হয়েছে মেয়র পারিষদ।

 

বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে এক বৈঠকের মাধ্যমে নতুন মেয়রের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে জয়ী কাউন্সিলরদের শুভেচ্ছা জানান তিনি। পুরভোট নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ১৩৪ জন কাউন্সিলরকে ধন্যবাদ। অনেক কুৎস অপ্রচারের পরেও এই জয় এসেছে। আজ আমি সুব্রতদাকে খুব মিস করছি। এত শান্তিপূর্ণ ভোট আগে হয়নি। এক সময়, আমি সুব্রত দা ৭২ ঘন্টা কাউন্সিলরদের পাহারা দিয়েছি।

মমতা এদিন বলেন, নতুন কর্মযজ্ঞ শুরু করার সময় এসেছে। বিরোধী কাউন্সিলরদেরও শুভেচ্ছা জানাই। যত জিতব, তত মাটির কথা ভাবতে হবে। তৃণমূল কংগ্রেসে অহ্নঙ্কারের কোনও জায়গা নেই। যারা নতুন মুখ তাদের কাজ শিখতে হবে। ৪০ জন নতুন কাউন্সিলরকে নতুন করে কাজ শিখতে হবে। পার্টকে সাবোটাজ করে জেতার কথা ভাবলে বলব, Game is not easy’. সব কাউন্সিলরকে সব কিছু দেওয়া যায় না। অনেক চরিত্র হননের পরেও মানুষ আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন।