১২ জুলাই ২০২৫, শনিবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনের টিউব রেল স্টেশনের নাম বাংলা হরফে- টুইট গর্বিত মমতার

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 54

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি­ : বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে অক্লান্ত তিনি। তাঁরই মস্তিস্কপ্রসূত দুর্গাপুজোর কার্নিভাল ইউনেস্কোর হেরিটেজের তকমা পেয়েছে। এবার সুদূর লন্ডনেও পৌঁছে গেল বাংলা। রানি দ্বিতীয় এলিজাবেথের দেশে এক মেট্রো স্টেশন হোয়াইট চ্যাপেলের নাম ফলক বোর্ড জ্বলজ্বল করছে বাংলা। আর সেই অভুতপূর্ব ঘটনা নিয়ে সোমবার টুইট করেছেন উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, ‘অত্যন্ত গর্বের বিষয় যে লন্ডন টিউবরেল কর্তৃপক্ষ হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম লেখার জন্য বাংলা ভাষাকেই বেছে নিয়েছেন। এক হাজার বছরের পুরনো বাংলা ভাষার বিশ্বব্যাপী যে গুরুত্ব বাড়ছে, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় প্রচুর বাঙালির বাস। বেশ কিছু দোকানের সাইনবোর্ডও বাংলায় লেখা। দির্ঘদিন ধরেই স্থানীয় বাংলাভাষীরা দাবি জানিয়ে আসছিলেন, মেট্রো স্টেশনের নাম ফলক বাংলায় বসানো হোক। শেষ পর্যন্ত সেই দাবিকে স্বীকৃতি দিয়েছে লন্ডনের ট্রান্সপোর্ট ফর লন্ডন অথরিটি। গত বৃহস্পতিবার দীর্ঘ এক বছর ধরে সংস্কারের পরে খুলে দেওয়া হয় হোয়াইটচ্যাপেল স্টেশন। আর তাতেই সবাই বিস্মিত হয়েছেন। কেননা, স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলা হরফেও লেখা রয়েছে। স্টেশনের প্রবেশপথে বাংলায় লেখা, ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত।’ এই উদ্যোগে প্রবাসী বাঙালিরা খুশি আপ্লুত। বাংলার মুখ্যমন্ত্রীও এই ঘটনায় উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি।

আরও পড়ুন: গুজরাতের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

আরও পড়ুন: আজ লন্ডন সফরে ড. ইউনূস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লন্ডনের টিউব রেল স্টেশনের নাম বাংলা হরফে- টুইট গর্বিত মমতার

আপডেট : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার

নিজস্ব প্রতিনিধি­ : বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে অক্লান্ত তিনি। তাঁরই মস্তিস্কপ্রসূত দুর্গাপুজোর কার্নিভাল ইউনেস্কোর হেরিটেজের তকমা পেয়েছে। এবার সুদূর লন্ডনেও পৌঁছে গেল বাংলা। রানি দ্বিতীয় এলিজাবেথের দেশে এক মেট্রো স্টেশন হোয়াইট চ্যাপেলের নাম ফলক বোর্ড জ্বলজ্বল করছে বাংলা। আর সেই অভুতপূর্ব ঘটনা নিয়ে সোমবার টুইট করেছেন উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, ‘অত্যন্ত গর্বের বিষয় যে লন্ডন টিউবরেল কর্তৃপক্ষ হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম লেখার জন্য বাংলা ভাষাকেই বেছে নিয়েছেন। এক হাজার বছরের পুরনো বাংলা ভাষার বিশ্বব্যাপী যে গুরুত্ব বাড়ছে, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় প্রচুর বাঙালির বাস। বেশ কিছু দোকানের সাইনবোর্ডও বাংলায় লেখা। দির্ঘদিন ধরেই স্থানীয় বাংলাভাষীরা দাবি জানিয়ে আসছিলেন, মেট্রো স্টেশনের নাম ফলক বাংলায় বসানো হোক। শেষ পর্যন্ত সেই দাবিকে স্বীকৃতি দিয়েছে লন্ডনের ট্রান্সপোর্ট ফর লন্ডন অথরিটি। গত বৃহস্পতিবার দীর্ঘ এক বছর ধরে সংস্কারের পরে খুলে দেওয়া হয় হোয়াইটচ্যাপেল স্টেশন। আর তাতেই সবাই বিস্মিত হয়েছেন। কেননা, স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলা হরফেও লেখা রয়েছে। স্টেশনের প্রবেশপথে বাংলায় লেখা, ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত।’ এই উদ্যোগে প্রবাসী বাঙালিরা খুশি আপ্লুত। বাংলার মুখ্যমন্ত্রীও এই ঘটনায় উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি।

আরও পড়ুন: গুজরাতের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

আরও পড়ুন: আজ লন্ডন সফরে ড. ইউনূস