পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্য-রাজ্যপাল সংঘাত ক্রমশই মাথাচাড়া দিয়ে উঠছে। প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুরের এসপিকে তীব্র ভর্ৎসনার সময় উঠে এল রাজ্যপাল প্রসঙ্গ। এদিন প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্ব মেদিনীপুরের এসপি কোথায়? কোথায় লুকিয়ে আছে? জেলায় হিংসা ছড়াচ্ছে। অনেক দিন বলেছি, তাও কোনও কাজ হয়নি। রাজ্যপাল কি কোনও নির্দেশ দিয়েছেন। এটা ওটা করো না, তোমাকে কি রাজ্যপাল ফোন করছেন? কারোর কথা না শুনে কাজ করতে হবে। কাজ করতে কি ভয় লাগছে? হলদিয়ায় খবর পেলার দুজন গ্রেফতার। এক্সাইড, ধানুকা ইন্ডাস্ট্রিতে সমস্যা করছিল। আমাকে হস্তক্ষেপ করতে হল কেন? সেটা জানান। এসপি কিন্ত রাজ্য সরকারের। আপনি আপনার মতো কাজ করুন।
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ব্যারাকপুর কমিশনারেট থেকে পর পর অশান্তির খবর আসছে। অপরাধীদের চক্র ধরতে হবে। প্রয়োজনে কলকাতা পুলিশ, এসটিএফ, ডিজির সাহায্য নিতে হবে। বাইরে থেকে অস্ত্র এনে অশান্তি পাকানোর চেষ্টা। পরিকল্পিতভাবে এই অশান্তি ঘটানো হচ্ছে। এব্যাপারে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
(বিস্তারিত আসছে)