পুবের কলম প্রতিবেদক: নিয়ম অনুযায়ী বাড়ি করার আগে রাস্তার জন্য ছাড় দিতে হয় নাগরিকদের। সেই অনুযায়ী বাড়ির তৈরির জন্য অনুমতি মেলে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাড়ি তৈরির আগে ছাড়ের কথা বললেও পরে তা মানা হচ্ছে না। সম্প্রতি এমনই অভিযোগ আসে খোদ মেয়রের কাছে। এরপরেই বিষয়টি কড়া হাতে দেখার সিদ্ধান্ত নেন মেয়র ফিরহাদ হাকিম। সমগ্র বিষয়টি নিয়মমাফিক না হলে আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা সে বিষয়েও চিন্তা ভাবনা শুরু করেছে পুর কর্তৃপক্ষ, তার জন্য ইতিমধ্যে পুরসভার আইন বিভাগের পরামর্শ চাওয়া হয়েছে।
সম্প্রতি মেয়রের কাছে এক নাগরিকের অভিযোগ আসে যে, বাড়ি করার আগে নর্দমা জন্য ছাড় দেওয়া হবে বলেও পরে বেঁকে বসে ওই বাড়ির মালিক। ফলে নর্দমা তৈরির জন্য সমস্যায় পড়েছে তাঁরা। এদিকে বাড়ি তৈরি হয়ে যাওয়ার ফলে তা যেমন ভেঙে দেওয়া সম্ভব হয়নি, তেমনিই আলাদা করে জায়গারও অভাগ দেখা দিয়েছে। ফলে তাঁরা নতুন বাড়ি করতে গিয়ে সমস্যায় পড়ছেন।
এই অভিযোগ শুনেই বিষয়টি কড়া হাতে সমাধানের সিদ্ধান্ত নেন। এ বিষয়ে আগামী দিনে পুরসভার পদক্ষেপ কি হবে তা প্রশ্ন করা হলে, ফিরহাদ হাকিম জানান, অনেকেই রাস্তা বা নর্দমা তৈরির জন্য ছাড় দেবে বলে বাড়ি তৈরির অনুমতি পেয়ে যাচ্ছে। কিন্তু পরে দেখা যাচ্ছে কোনও ছাড় না দিয়েই তারা বাড়ি করে ফেলছেন।
এক্ষেত্রে অভিযুক্তদের ক্ষেত্রে কোনও আইনি পদক্ষেপ নিয়ে বিষয়টি রোখা যায় কিনা, অথবা পুর আইনে এমন কোনও পরিবর্তন আনা যায় কিনা যে, আগে লিখিত দিলে তবেই অনুমতি দেওয়া হবে, এই সকল বিষয়ে পুরসভার আইন বিভাগের পরামর্শ নেওয়া হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।