কলকাতাWednesday, 6 April 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আলিয়ার ঘটনায় উপাচার্যের কাছে রিপোর্ট চাইল সংখ্যালঘু মন্ত্রক

mtik
April 6, 2022 1:12 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক­ : আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে উপাচার্য ড. মুহাম্মদ আলির কাছে রিপোর্ট চাইল সংখ্যালঘু দফতর। শুক্রবার আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও উপাচার্য নিগ্রহের ঘটনার পর পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের তরফ থেকে এই রিপোর্ট চাওয়া হয়েছে। উপাচার্যের কাছে এই চিঠি পাঠিয়েছেন দফতরের সচিব। ওই চিঠিতে বলা হয়েছে, ঘটনার দিন ঠিক কি ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই চিঠি উপাচার্যকে পাঠানো হয়েছে। কী ঘটেছিল, তার বিস্তারিত রিপোর্ট সংখ্যালঘু দফতর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে জানাবে। তবে এখন উপাচার্য অসুস্থ থাকার জন্য বিশ্ববিদ্যালয়ে আসছেন না। তবে এই বিষয়ে এদিন উপাচার্যের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

সংখ্যালঘু দফতর জানিয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তার বিস্তারিত বিবরণ পাঠাতে বলা হয়েছে। কোন তারিখের মধ্যে উপচার্যকে রিপোর্ট পেশ করতে হবে চিঠিতে তার কোনও উল্লেখ নেই বলে জানিয়েছে রাজ্য সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতর।
বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, ওইদিন কি ঘটেছিল তা বিস্তারিতভাবে জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই চিঠি লিখছেন উপাচার্য। একইসঙ্গে আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকরকেও বিস্তারিত জানাবেন তিনি। আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। তার পরিপ্রেক্ষিতে এবার তাঁকেও বিস্তারিত রিপোর্ট দেবেন তিনি।