পুবের কলম প্রতিবেদকঃ বর্তমানে বেশিরভাগ আক্রান্তদের মধ্যে মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। বেশি বাড়াবাড়ি না হওয়ায় অনেকেই বাইরে গিয়ে টেস্ট করাচ্ছেন না। বাড়ি থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে চলে সুস্থ হয়ে যাচ্ছেন। ফলে এঁরা কলকাতা পুরসভার করোনা রেকর্ডের মধ্যে আসছেন ফলে। এখানেই ঘটছে বিপত্তি, শহরে আক্রান্তের সংখ্যা কত, সেটাই স্পষ্ট হচ্ছে না পুরসভার কাছে। তাই বাড়িতে কিট দিয়ে করোনা পরীক্ষা করার ক্ষেত্রে আপত্তি জানাল কলকাতা পুরসভা। পুরকর্তৃপক্ষের দাবি, বাড়িতে করোনা টেস্ট করলেও বাইরে থেকে আরটিপিসিআর টেস্ট করা দরকার। নয়তো ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে।
বিষয়টি নিয়ে ডেপুটি মেয়র অতীন ঘোষের বক্তব্য, বাড়িতে করোনা পরীক্ষা করালে কে করোনা আক্রান্ত হয়েছেন বা কী উপসর্গ রয়েছে, সেই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য কলকাতা পুরনিগমের হাতে আসছে না। এর ফলে কলকাতা পুরসভার অন্তর্বর্তী সমীক্ষার ক্ষেত্রে অত্যন্ত সমস্যা হচ্ছে। অন্যদিকে, তথ্য না থাকলে কারও করোনা হয়ে শারীরিক পরিস্থিতি অবনতি হলে, সেই ব্যক্তি বা মহিলাকে হাসপাতালে ভর্তি করানোর ক্ষেত্রে অসুবিধা হতে পারে। কারণ পুরসভার করোনা পরীক্ষার রিপোর্ট বা হাসপাতালগুলোর রিপোর্ট না থাকলে হাসপাতালে ভর্তি করা যাবে না। তাই কিট দিয়ে পরীক্ষা নয়। বরং উপসর্গ দেখা দিলে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরীক্ষা করোনার জন্য নাগরিকদের বার্তা দেন ডেপুটি মেয়র।