১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দীপাবলিতে মানবজীবনের অন্ধকার দূর করে আলোর বার্তা, রাজ্যপালের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্কঃ দীপাবলিতে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইটে তিনি লেখেন, ‘দীপাবলির এই শুভ মুহূর্তে সকলকে শুভেচ্ছা। দীপাবলি আমাদের অন্ধকার দূর করতে অনুপ্রাণিত করে। অন্ধকারের বিরুদ্ধে আলোর বিজয়কে চিহ্নিত করে। এই শুভ মুহূর্তে সকলে মিলে দরিদ্র ও অসহায় মানুষের জীবনে আশার প্রদীপ জ্বালিয়ে মানবতার মহৎ মূল্যবোধকে লালন করি।’

https://twitter.com/jdhankhar1/status/1456217826784538624?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet


সম্প্রতি কিছুদিন আগে ম্যালেরিয়া থেকে সুস্থ হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। হাসপাতাল থেকে সবে মাত্র বাড়ি ফিরেছেন তিনি। অক্টোবরের শেষেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যপাল। তাঁকে ভর্তি করানো হয় দিল্লি এইমসে। গত ২৮ অক্টোবর, নিজের ট্যুইটার হ্যান্ডেলে চিকিত্স ক নীরজ নিশ্চল এইমস অধিকর্তা চিকিত্সনক রণদীপ গুলেরিয়াকে ধন্যবাদ জানান।


আরও একটি ট্যুইটে রাজ্যপাল লেখেন, ‘আমি এখন অনেকটা সুস্থ। যাঁরা আমার সুস্থতা কামনা করেছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি কলকাতায় ফিরছি। শীঘ্রই আমার কাজে যুক্ত হব।”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দীপাবলিতে মানবজীবনের অন্ধকার দূর করে আলোর বার্তা, রাজ্যপালের

আপডেট : ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ দীপাবলিতে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইটে তিনি লেখেন, ‘দীপাবলির এই শুভ মুহূর্তে সকলকে শুভেচ্ছা। দীপাবলি আমাদের অন্ধকার দূর করতে অনুপ্রাণিত করে। অন্ধকারের বিরুদ্ধে আলোর বিজয়কে চিহ্নিত করে। এই শুভ মুহূর্তে সকলে মিলে দরিদ্র ও অসহায় মানুষের জীবনে আশার প্রদীপ জ্বালিয়ে মানবতার মহৎ মূল্যবোধকে লালন করি।’

https://twitter.com/jdhankhar1/status/1456217826784538624?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet


সম্প্রতি কিছুদিন আগে ম্যালেরিয়া থেকে সুস্থ হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। হাসপাতাল থেকে সবে মাত্র বাড়ি ফিরেছেন তিনি। অক্টোবরের শেষেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যপাল। তাঁকে ভর্তি করানো হয় দিল্লি এইমসে। গত ২৮ অক্টোবর, নিজের ট্যুইটার হ্যান্ডেলে চিকিত্স ক নীরজ নিশ্চল এইমস অধিকর্তা চিকিত্সনক রণদীপ গুলেরিয়াকে ধন্যবাদ জানান।


আরও একটি ট্যুইটে রাজ্যপাল লেখেন, ‘আমি এখন অনেকটা সুস্থ। যাঁরা আমার সুস্থতা কামনা করেছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি কলকাতায় ফিরছি। শীঘ্রই আমার কাজে যুক্ত হব।”