পুবের কলম, ওয়েবডেস্কঃ শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। চিকিৎসায় সাড়া দিচ্ছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। নতুন করে তাঁর আর কোনও শারীরিক জটিলতা দেখা যায়নি। হৃদযন্ত্রের জটিলতা অনেকটা নিয়ন্ত্রণে। আজ দুটো নাগাদ বর্ষীয়ান গায়িকার শারীরিক অবস্থা পর্যালোচনা করতে বসবে মেডিক্যাল বোর্ড। সেখানে পরবর্তী চিকিৎসা নিয়ে আলোচনা করা হবে। গত ২৩ জানুয়ারি বাথরুমে পড়ে গিয়ে চোট পান সন্ধ্যা মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানানো হয়, তাঁর ঊরুর হাড় ভেঙেছে। তাঁর কোমরে চোট আছে যেখানে এখনও পর্যন্ত ‘কনসার্ভেটিভ ট্রিটমেন্ট’ চলছিল। শুধুমাত্র ওষুধের উপর চিকিৎসা চলছিল।
শিল্পীর পর্যবেক্ষণে রয়েছেন পাঁচ সদস্যের বিশেষজ্ঞ টিম। কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগীয় প্রধান ডাক্তার সুশান মুখোপাধ্যায়, কার্ডিওলজির প্রধান ডাক্তার প্রকাশচন্দ্র মণ্ডল, এবং ডাক্তার দেবরাজ যশ (পালমনোলজি), ডাক্তার সুরেশ রামাসুব্বন (ক্রিটিক্যাল কেয়ার) ও বিডি চট্টোপাধ্যায় (অর্থোপেডিক্স)-এর বিশেষজ্ঞ দল।
গত বৃহস্পতিবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের। গ্রিন করিডর করে প্রথমে এসএসকেএম ও পরে বাইপাস সংলগ্ন অ্যাপোলা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা যায় তিনি তিনি কোভিড পজিটিভ। ফুসফুসে সংক্রমণ রয়েছে– রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও। এসএসকেএম ভর্তি হওয়ার পর তাঁকে তড়িঘড়ি দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। হাসপাতালে দাঁড়িয়ে তিনি জানান– করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হচ্ছে।
এসএসকেএমে উডবার্ন ইউনিটে একটি বিশেষজ্ঞ টিমও সঙ্গে সঙ্গে তৈরি করা হয়েছিল। চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়কেও আনা হয় সেখানে। সবার সঙ্গে কথা বলে চিকিৎসা এগোচ্ছিল। চিকিৎসকরা জানান– হার্টে একটা ধাক্কা খেয়েছে। হার্টের একটা সমস্যা হয়েছে। পরে জানা যায় সন্ধ্যা মুখোপাধ্যায় কোভিড পজিটিভ হয়েছেন। ওনাকে অ্যাপোলোতে স্থানান্তরিত করতে হয়।