৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত হলেন বীরভূম জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ নভেম্বর ২০২১, সোমবার
  • / 10

দেবশ্রী মজুমদার, বোলপুর, না ফেরার দেশে পাড়ি জমালেন বীরভূম জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা সিপিআইএম বীরভূম জেলা কমিটির সম্পাদক ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য মনসা হাঁসদা (৬৪)। রবিবার মধ্যরাত্রি ১২-০৫ নাগাদ  বোলপুর সংলগ্ন ধান্যসরা গ্রামে তার নিজের বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার অস্ত্রপ্রচারও হয়েছিল। তার অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে জেলা রাজনীতি মহলে। আজ জেলার সর্বত্র সিপিআইএম এর সমস্ত পার্টি অফিসে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাতিল করা হয় দলের সমস্ত কর্মসূচি।সোমবার ভোর থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে তাঁর গ্রামের বাড়িতে। “ দলের অপূরণীয় ক্ষতি। ক্ষতি আমাদের সকলের,” বলে জানালেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ।

বাড়ির অমতে নিজের লেখাপড়া চালিয়ে যান মনসা হাঁসদা। নিজের পরিবারের বাকী সদস্যদের ও গ্রামের অন্যদেরও শিক্ষার অঙ্গনে নিয়ে যাবার বিষয়ে উদ্যোগ নেন ছাত্র অবস্থাতেই। জেলা রাজনীতিতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন তিনি, ফলে তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে আসে গোটা জেলা রাজনীতিতে।

মনসা হাঁসদা বর্তমানে সিপিআইএম পার্টির জেলা সম্পাদক ছাড়াও তিনি ছিলেন রাজ্য কমিটির সদস‍্যও। ২০০৩-০৮ পর্যন্ত তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য নেতাও ছিলেন তিনি।

কয়েকদিন আগেই প্রয়াত মনসা হাঁসদার গ্রামের বাড়ি গিয়ে তার শারীরিক খোঁজখবর নিয়ে সুস্থতা কামনা করে আসেন বীরভূম জেলা পরিষদের বর্তমান সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা বিকাশ রায় চৌধুরী। সেখানে দীর্ঘক্ষণ তাদের মধ্যে রোগ, চিকিৎসা সহ বিভিন্ন ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়। একান্ত আলাপচারিতায় মনসাবাবুকে চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু তথ্যও দেন বিকাশবাবু।

সোমবার সকালে বোলপুরে সিপিআইএম জোনাল পার্টি অফিসে মনসা হাঁসদার মৃতদেহ নিয়ে আসা হলে সেখানে তাকে দলীয় নেতা কর্মীরা ছাড়াও শ্রদ্ধা জানান বর্ষীয়ান কংগ্রেস নেতা ও বোলপুর পৌরসভার প্রাক্তন পৌরপতি তপন সাহা।

মনসা হাঁসদার প্রয়াণে শোক প্রকাশ করে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, “ খুব দুঃখের খবর। মনসা জেলার একজন বলিষ্ঠ নেতা ছিল। তিনি  যে পরিবার থেকে উঠে এসে গোটা জেলাকে নেতৃত্ব দিয়েছেন, সেটা উনার প্রশ্নাতীত যোগ্যতাকে  প্রমাণ করেছে। বিরোধীদলের সকলের সঙ্গে ওর সুসম্পর্ক ছিল। এখনো মাঝে মাঝেই জেলার নানা উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা হয়েছে উনার সঙ্গে । মনসার চলে যাওয়ায় জেলার সকলস্তরের খুব  বড় ক্ষতি হল।”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত হলেন বীরভূম জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি

আপডেট : ৮ নভেম্বর ২০২১, সোমবার

দেবশ্রী মজুমদার, বোলপুর, না ফেরার দেশে পাড়ি জমালেন বীরভূম জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা সিপিআইএম বীরভূম জেলা কমিটির সম্পাদক ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য মনসা হাঁসদা (৬৪)। রবিবার মধ্যরাত্রি ১২-০৫ নাগাদ  বোলপুর সংলগ্ন ধান্যসরা গ্রামে তার নিজের বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার অস্ত্রপ্রচারও হয়েছিল। তার অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে জেলা রাজনীতি মহলে। আজ জেলার সর্বত্র সিপিআইএম এর সমস্ত পার্টি অফিসে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাতিল করা হয় দলের সমস্ত কর্মসূচি।সোমবার ভোর থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে তাঁর গ্রামের বাড়িতে। “ দলের অপূরণীয় ক্ষতি। ক্ষতি আমাদের সকলের,” বলে জানালেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ।

বাড়ির অমতে নিজের লেখাপড়া চালিয়ে যান মনসা হাঁসদা। নিজের পরিবারের বাকী সদস্যদের ও গ্রামের অন্যদেরও শিক্ষার অঙ্গনে নিয়ে যাবার বিষয়ে উদ্যোগ নেন ছাত্র অবস্থাতেই। জেলা রাজনীতিতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন তিনি, ফলে তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে আসে গোটা জেলা রাজনীতিতে।

মনসা হাঁসদা বর্তমানে সিপিআইএম পার্টির জেলা সম্পাদক ছাড়াও তিনি ছিলেন রাজ্য কমিটির সদস‍্যও। ২০০৩-০৮ পর্যন্ত তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য নেতাও ছিলেন তিনি।

কয়েকদিন আগেই প্রয়াত মনসা হাঁসদার গ্রামের বাড়ি গিয়ে তার শারীরিক খোঁজখবর নিয়ে সুস্থতা কামনা করে আসেন বীরভূম জেলা পরিষদের বর্তমান সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা বিকাশ রায় চৌধুরী। সেখানে দীর্ঘক্ষণ তাদের মধ্যে রোগ, চিকিৎসা সহ বিভিন্ন ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়। একান্ত আলাপচারিতায় মনসাবাবুকে চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু তথ্যও দেন বিকাশবাবু।

সোমবার সকালে বোলপুরে সিপিআইএম জোনাল পার্টি অফিসে মনসা হাঁসদার মৃতদেহ নিয়ে আসা হলে সেখানে তাকে দলীয় নেতা কর্মীরা ছাড়াও শ্রদ্ধা জানান বর্ষীয়ান কংগ্রেস নেতা ও বোলপুর পৌরসভার প্রাক্তন পৌরপতি তপন সাহা।

মনসা হাঁসদার প্রয়াণে শোক প্রকাশ করে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, “ খুব দুঃখের খবর। মনসা জেলার একজন বলিষ্ঠ নেতা ছিল। তিনি  যে পরিবার থেকে উঠে এসে গোটা জেলাকে নেতৃত্ব দিয়েছেন, সেটা উনার প্রশ্নাতীত যোগ্যতাকে  প্রমাণ করেছে। বিরোধীদলের সকলের সঙ্গে ওর সুসম্পর্ক ছিল। এখনো মাঝে মাঝেই জেলার নানা উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা হয়েছে উনার সঙ্গে । মনসার চলে যাওয়ায় জেলার সকলস্তরের খুব  বড় ক্ষতি হল।”