পুবের কলম প্রতিবেদক ভোটের দিন যতোই এগোচ্ছে– জমে উঠছে কলকাতার পরিবেশ। পুর-ভোটের আগে এদিন ছিল শেষ রবিবার। সকাল থেকেই শহরের সব জায়গায় নিজেদের দলের প্রার্থীদের হয়ে প্রচারে নামেন বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব। তাতে স্লোগান ও পালটা স্লোগানে সরগরম থাকল কলকাতা। একদিকে যখন তৃণমূল কংগ্রেস দাপিয়ে বেড়াল– অন্যদিকে ম্যাড়-মেড়ে প্রচার সারলেন বিজেপি নেতারা।
ময়দানে দেখা গেল বামেদেরও।
রবিবার নিজের ওয়ার্ডে প্রচারে বের হন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। এদিন তিনি দলের অন্য প্রার্থীদের হয়েও বেশ কয়েকটি রোড-শো করেন। তিনি সকালেই ১৩ নম্বর ওয়ার্ডে যান। মুচিবাজার এলাকায় একটি রোড-শো করেন। তারপর ১১৮ নম্বর ওয়ার্ডে তারক সিংয়ের জন্য রোড-শো করেন ফিরহাদ হাকিম। একইভাবে ৮০ ও ৮২ নম্বর ওয়ার্ডেও জনসংযোগ ও মিছিল করা হয়।
দলের প্রার্থীদের হয়ে প্রচারের বের হন তৃণমূল সাংসদ সৌগত রায়– প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় প্রমুখ। কংগ্রেস নেতারারও এদিন প্রচারে বের হন। শনিবারই বড় মিছিল করেছেন অধীর চৌধুরি। রবিবার সুজন চক্রবর্তী– রবীন দেব– বিকাশ ভট্টাচার্য প্রমুখ প্রচাবে বের হন।
প্রসঙ্গত– রাজনীতিতে ‘তুই বড় না মুই বড়’ এটাই স্বাভাবিক। তবে ভিন্ন ছবিও দেখা গেল এদিন। রবিবার সৌজন্যের ছবিও নজরে এল ২৮ নম্বর ওয়ার্ডে। ভোট প্রচারে বেরিয়ে সিপিএমের রবীন দেবকে প্রণাম– সুজন চক্রবর্তীর সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে।
প্রসঙ্গত– ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী। তার সমর্থনে রবিবার প্রচার করছিলেন কুণাল ঘোষ। এদিন একটি রক্তদান শিবিরেও যান তিনি। এক যুবনেতার সদ্যোজাত পুত্রকে দেখতে যাচ্ছিলেন কুণাল ঘোষ।পথেই এসে পড়ে সিপিএমের একটি মিছিল। সেখানে তাদের প্রার্থীর সমর্থনে হাঁটছিলেন সুজন চক্রবর্তী ও রবীন দেব। তাঁরা আগে থেকেই পরিচিত। কুণাল সৌজন্যের হাত তুলে এগিয়ে যান দুই সিপিএম নেতার দিকে। পালটা সৌজন্যে হাত তোলেন সুজনও। এগিয়ে আসেন রবীন দেব– সুজন চক্রবর্তীরা। রবীনকে প্রণাম করেন কুণাল। যেহেতু এটি কুণালেরও হোম ওয়ার্ড– রবীন কুণালকে বলেন– তোর ক্যান্ডিডেট কই? জবাবে কুণাল ঘোষ বলেন– অন্যদিকে প্রচারে আছে। এই মুহূর্তগুলিতে চমকে যান স্থানীয় বাসিন্দারা। এখানেই শেষ নয়। সিপিএমের মিছিলটি ঘুরে আসার সময় কুণাল মঞ্চে ছিলেন। তিনি মাইকেই বলেন– সিপিএমের মিছিল যাচ্ছে। ওঁদের সুবিধের জন্য মাইক একটু থামালাম। রবীনদা– সুজনদা আমাদের ওয়ার্ডের অতিথি। ওঁদের শুভেচ্ছা জানাচ্ছি।
এদিন টলিউড-এর তারকারাও ভোট প্রচারের বের হন। সোহম– কাঞ্চন মল্লিক– তৃণা সাহা– গৌরব– দেবলীনা– শ্রেয়া পাণ্ডে প্রমুখ এদিন প্রচারে ঝড় তোলেন।