পুবের কলম ওয়েবডেস্কঃ ” হাম রহে না রহে কাল, ইয়াদ আয়েঙ্গে এ পল” কে ভেবেছিল কথা গুলো এভাবেই সত্যি হয়ে যাবে।গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকের আকস্মিক অকাল প্রয়ানে শোকস্তব্ধ ভক্ত, অনুরাগী এবং কলকাতার সঙ্গীত অনুরাগীরা।
সুরকার, গীতিকার এবং গায়ক অনুপম রায় বলছেন ওঁর গান শুনব ঝর ঝর করে কাঁদব কিন্তু মঞ্চে আর পাব না ওকে।”কেকে এর মৃত্যুতে শোকপ্রকাশ করেন ইমন চক্রবর্তী, সিধু থেকে রূপম ইসলাম, মনোময় ভট্টাচার্য, জিৎ গঙ্গোপাধ্যায় সকলেই।
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে। তাঁর ছেলেবেলা কাটে নয়াদিল্লিতে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন। এরপরেই তিনি পা রাখেন গ্ল্যামার দুনিয়ায়। তিনি ১৯৯৭ সালে ‘হম দিল দে চুকে সনম’ ছবিতে প্রথম প্লেব্যাক করেছিলেন। এরপর তাঁর একের পর এক গানে মুগ্ধ হয়েছিলেন সকলেই।
৩০ এবং ৩১ মে দুটি কলেজের ফেস্টের জন্য এসেছিলেন কলকাতায়। নজরুল মঞ্চে ৩১ মে সন্ধ্যা ৬ টা.৪৫ মিনিটে ওঠেন গান করতে। একের পর জনপ্রিয় গানে নজরুল মঞ্চ তখন বিমোহিত। এরপর অনুষ্ঠানের সময়ই অসুস্থ হয়ে পড়েন কেকে। জানা গিয়েছে, মঞ্চে থাকাকালীন স্পটলাইট বন্ধ করতে বলেন তিনি। কিন্তু, অত্যন্ত অসুস্থ বোধকরায় তিনি হোটেলে ফিরে যান। জানা গিয়েছে, সেখানেই তাঁর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারন জানতে করা হবে ময়নাতদন্ত।