পুবের কলম প্রতিবেদকঃ শেষ হল আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার ইভেন্টাইজার আয়োজিত ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের সমাপ্তি হয় রোটারি সদনে।
এবার এই ফেস্টিভ্যাল দ্বিতীয় বর্ষে পা দিল। অনলাইন ও অফলাইনেও সিনেপ্রেমীদের ছবি দেখার সুযোগ ছিল। গত ৯ দিনে অনলাইনে ও অফ লাইনে দেখা গেল ২৬টি দেশের একশোর বেশি ছবি।
সমাপ্তি দিনে পুরস্কার প্রদানের পাশাপাশি রোটারি সদনে দেখানো হল সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি ‘হোম’, ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ও জয়া শীল ঘোষ অভিনীত ‘সোচ’ ছবিটি। এবার ফেস্টিভ্যালে জয়া শীল অভিনীত ‘গ্রীন উইন্ডো’ ছবিটিও দেখানো হয়েছে।
প্রসঙ্গত ‘সোচ’–এ অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নতুন ইনিংস শুরু করলেন তিনি। উৎসবের সমাপ্তি ছবি ফ্রান্সের ‘দ্য ফ্যান্টম অব দ্য সিনেমা’ পেল এবারের সেরা ছবির পুরস্কার। ফেস্টিভ্যাল কমিটির বিচারে সেরা ছবি হল এবারের উদ্বোধনী ছবি ভারতের ‘মেরা নাম্বার কব আয়েগা’। সেরা সম্ভাবনাময় মহিলা পরিচালকের পুরস্কার পেলেন ‘সোচ’ ছবির জন্য ইন্দিরা ধর মুখোপাধ্যায়।
সেরা সম্ভাবনাময় পুরুষ পরিচালকের পুরস্কার পেলেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় তাঁর ‘হোম’ ছবির জন্য। বেস্ট শর্টফিল্মের পুরস্কার জিতে নিয়েছে চিত্রপরিচালক অনুজ ভরদ্বাজ এর ‘এক আচ্ছি নোকরি’।
এছাড়াও পুরস্কৃত হলেন বিক্রম ঘোষ (সেরা সঙ্গীত), রিঙ্গো ব্যানার্জি (সেরা ডিওপি), বিদিপ্তা চক্রবর্তী, দেবাশিস রায়, স্বাতী মুখার্জি প্রমুখ। এবারের জীবন গুহ মেমোরিয়াল পুরস্কার পেলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনামী ঘোষ, পরিচালক তথাগত মুখোপাধ্যায়, জয়া শীল ঘোষ, বিক্রম ঘোষ, অর্ঘ্যকমল মিত্র, সুদূর মুম্বই থেকে অর্জুন গৌরিসরাই, মোহন দাস সহ বিশিষ্টজনেরা।