পুবের কলম, ওয়েবডেস্কঃ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ আপামর জনগণ। তাঁর এই ভাবে চলে যাওয়াকে মেনে নিতে পারেনি রাজনীতির আঙিনার মানুষ থেকে সাধারণ মানুষ।
নবীন পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় তাঁর সুব্রত জেঠুকে শ্রদ্ধা জানিয়েছেন নিজের তৈরি পৌনে তিন মিনিটের ছবিতে। ছবির সঙ্গীত আয়োজনে বিক্রম ঘোষ। ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গেয়েছেন উজ্জয়িনী মুখোপাধ্যায়।
পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় জানিয়েছেন, কিছুদিন আগেই জেঠুর সঙ্গে দেখা হল। সেই সময় কথা দিয়েছিলেন আমার তৈরি ‘গ্রীন উইন্ডো’ দেখবেন। সেটা হল না। জেঠুর চলে যাওয়া সবার সঙ্গে আমার পরিবারের কাছেও দুঃখের। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা জেঠুকে শেষ শ্রদ্ধা জানিয়ে।
পরিচালক ইন্দিরাদেবী আরও জানান, অষ্টমীর দিন আমি ছন্দা কাকিমার সঙ্গে দেখা করি। সেই সময় আমি গ্রীন উইন্ডোতে সুব্রতজেঠুকে স্পেশাল স্ক্রিনিংয়ে থাকার জন্য অনুরোধ জানাই। তিনি কথা দেন তিনি অবশ্যই আসবেন।
সুব্রত জেঠু খুব বড় মনের মানুষ ছিলেন। সব সময় তিনি আমার অন্তরে বেঁচে থাকবেন। আমার ও গ্রীন উইন্ডোর পুরো টিমের তরফ থেকে সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি অন্তরের শ্রদ্ধা থাকল।