কলকাতাTuesday, 28 December 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আয়োজিত হল ‘কলকাতা ময়দান প্রতিযোগিতা’, জয়ীদের পুরস্কার তুলে দিলেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র

mtik
December 28, 2021 7:54 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক:­ কলকাতা ময়দান কলকাতার ঐতিহ্যের অংশ এবং কলকাতার জন্মলগ্ন থেকেই কলকাতার সমস্ত ইতিহাসের সাক্ষী। প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলা–  দেশের অন্যান্য রাজ্য এবং বিদেশি পর্যটকরা কলকাতার ময়দানে আসেন। এই অগনিত মানুষের সামনে কলকাতার ময়দানকে দৃষ্টিনন্দন ও সুশোভিতভাবে উপস্থাপিত করতে কলকাতা পুলিশের এই প্রয়াস। এবছর এর সূচনা এবং আগামী বছর থেকে নিয়মিত এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।

ময়দানে অবস্থিত সমস্ত ক্লাব ও সরকারি প্রতিষ্ঠানগুলিকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার এবছর ১৪টি ক্লাব অংশগ্রহণ করেছিল। গত ২৩ ডিসেম্বর বিশিষ্ট বিচারকমণ্ডলী–  অংশগ্রহণকারী ক্লাবগুলির তাঁবুতে তাঁবুতে ঘুরে উদ্যান এবং খাদ্যের বিচার করেন। পুলিশ অ্যাথলেটিক ক্লাবের তাঁবুতে অংশগ্রহণকারীরা পুষ্পসম্ভার পাঠিয়েছিলেন এবং সেখানেই পুষ্প প্রতিযোগিতার বিচার হয়।

জানা গিয়েছে–  শুধুমাত্র শহরের সৌন্দর্যায়ন এই প্রতিযোগিতার লক্ষ্য নয়। মানুষকে পরিবেশ এবং গাছ ও ফুলের নানা প্রজাতি সংরক্ষণের গুরুত্ব বোঝানো–  তাদের মধ্যে উদ্যানবিদ্যা সংক্রান্ত জ্ঞান এবং ফুলের গাছ লাগিয়ে কোনও বাগানকে শোভিত করার ধারণা বিস্তৃত করা–  উদ্যানপালন এক ধরনের শিল্প মানুষের মধ্যে সেই শিল্প সত্তাকে জাগ্রত করা।

এছাড়াও সুসজ্জিত বাগানের ছবি ক্যামেরাবন্দি করতে আলোকচিত্রীদের মধ্যে আগ্রহ সঞ্চার করা– উদ্যানবিদ্যা নিয়ে গবেষণায় মানুষকে উৎসাহিত করা এই প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।

মঙ্গলবার এই প্রতিযোগিতার ফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ হয়। বিজয়ীদের দেওয়া হয়েছে সার্টিফিকেট ও পুরস্কার। বছরের সেরা উদ্যানশিল্পী ও রন্ধনশিল্পীরাও পান সার্টিফিকেট ও পুরস্কার। সার্বিকভাবে চ্যাম্পিয়নকে দেওয়া হয় কমিশনার্স কাপ। পুরস্কার বিতরণ করেন কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র।