৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধ ৭ রুটে ট্রাম ফেরনোর উদ্যোগ পরিবহন দফতরের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, শনিবার
  • / 11

পুবের কলম প্রতিবেদকঃ শহরবাসীর জন্য ভালো খবর। কলকাতায় ফিরতে পারে ঐতিহ্যবাহী ট্রাম। মোট সাতটি রুটে ট্রাম ফেরানোর উদ্যোগ রাজ্য পরিবহণ দফতরের। বর্তমানে কলকাতায় মোট তিনটি রুট অবশিষ্ট রয়েছে যেখানে ট্রাম চলতে দেখা যায়। এই রুটের সংখ্যা বাড়িয়ে ১০ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সম্প্রতি কলকাতা হাইকোর্টে সাতটি রুটে ট্রাম ফেরানোর বিষয়টি জানিয়েছে একটি হলফনামাও জমা করেছে পরিবহণ দফতর।

কলকাতা হাইকোর্টে জমা করা এই হলফনামায় বলা হয়েছে, সাতটি রুটে ট্রাম পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্যের। তালিকায় রয়েছে ২৯ নম্বর রুটের টালিগঞ্জ-এসপ্ল্যানেড, ২৪ নম্বর রুটের বালিগঞ্জ-এসপ্ল্যানেড, ৬ নম্বর রুটের শ্যামবাজার-বিবাদি বাগ, ১৬ নম্বর রুটের বিধাননগর-বিবাদি বাগ, ১৭ নম্বর রুটের বিধাননগর-হাওড়া ব্রিজ, ১৮ নম্বর রুটের বিধাননগর-বিবাদি বাগ এবং ৩৬ নম্বর খিদিরপুর-এসপ্ল্যানেড।

বর্তমানে কলকাতায় ৫ নম্বর রুটে শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড, ২৫ নম্বর রুটে গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড এবং ২৪/২৯ নম্বর রুটে বালিগঞ্জ থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্রাম চলে।

উল্লেখ্য, সাতটি রুটের ট্রাম লাইন আপাতত ব্লকড। সেই জট খোলা সম্ভব হলে তবেই সাতটি রুটে পুনরায় ট্রাম চলাচল সম্ভব। হাওড়া ময়দান থেকে সল্টলেক এবং জোকা থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো প্রকল্পের জন্য দক্ষিণ এবং মধ্য কলকাতার একাধিক ট্রাম রুট বন্ধ হয়ে যায় রাতারাতি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্ধ ৭ রুটে ট্রাম ফেরনোর উদ্যোগ পরিবহন দফতরের

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ শহরবাসীর জন্য ভালো খবর। কলকাতায় ফিরতে পারে ঐতিহ্যবাহী ট্রাম। মোট সাতটি রুটে ট্রাম ফেরানোর উদ্যোগ রাজ্য পরিবহণ দফতরের। বর্তমানে কলকাতায় মোট তিনটি রুট অবশিষ্ট রয়েছে যেখানে ট্রাম চলতে দেখা যায়। এই রুটের সংখ্যা বাড়িয়ে ১০ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সম্প্রতি কলকাতা হাইকোর্টে সাতটি রুটে ট্রাম ফেরানোর বিষয়টি জানিয়েছে একটি হলফনামাও জমা করেছে পরিবহণ দফতর।

কলকাতা হাইকোর্টে জমা করা এই হলফনামায় বলা হয়েছে, সাতটি রুটে ট্রাম পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্যের। তালিকায় রয়েছে ২৯ নম্বর রুটের টালিগঞ্জ-এসপ্ল্যানেড, ২৪ নম্বর রুটের বালিগঞ্জ-এসপ্ল্যানেড, ৬ নম্বর রুটের শ্যামবাজার-বিবাদি বাগ, ১৬ নম্বর রুটের বিধাননগর-বিবাদি বাগ, ১৭ নম্বর রুটের বিধাননগর-হাওড়া ব্রিজ, ১৮ নম্বর রুটের বিধাননগর-বিবাদি বাগ এবং ৩৬ নম্বর খিদিরপুর-এসপ্ল্যানেড।

বর্তমানে কলকাতায় ৫ নম্বর রুটে শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড, ২৫ নম্বর রুটে গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড এবং ২৪/২৯ নম্বর রুটে বালিগঞ্জ থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্রাম চলে।

উল্লেখ্য, সাতটি রুটের ট্রাম লাইন আপাতত ব্লকড। সেই জট খোলা সম্ভব হলে তবেই সাতটি রুটে পুনরায় ট্রাম চলাচল সম্ভব। হাওড়া ময়দান থেকে সল্টলেক এবং জোকা থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো প্রকল্পের জন্য দক্ষিণ এবং মধ্য কলকাতার একাধিক ট্রাম রুট বন্ধ হয়ে যায় রাতারাতি।