কলকাতাSaturday, 18 September 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সোনু সুদের বিরুদ্ধে ২০ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ আনল আয়কর বিভাগ

asim kumar
September 18, 2021 6:47 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: মহামারির সময় থেকে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো হোক কিংবা অসহায়দের সাহায্য করা। সব ক্ষেত্রেই শোনা গিয়েছে একটাই নাম সোনু সুদ। আর এভাবেই বলিউডের রুপোলি পর্দা থেকে কখন যেন বাস্তব জীবনের নায়ক হয়ে ওঠেন অভিনেতা। আর বুধবার আচমকাই তার অফিসে হানা দেয় আয়কর দফতরের কর্মচারীরা। এই ঘটনার পরে সোনু সুদের অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য শুরু হয়ে যায়। অন্যদিকে লাগাতার তিনদিন ধরে তল্লাশির পর সোনু সুদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলো আয়কর বিভাগ। শনিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আয়কর দফতর জানাল ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন অভিনেতা ও তাঁর সহকর্মীরা। গত তিনদিন ধরে সোনু সুদের অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা।

আয়কর দফতরের দাবি,  সোনু সুদের এনজিও-র তরফে বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে তোলা হয়েছে বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে,  যা সরাসরি  ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্টের লঙ্ঘন। উল্লেখ্য, গত কয়েকদিনে অভিনেতার সঙ্গে যুক্ত মুম্বই, লখনউ, কানপুর, জয়পুর, দিল্লি এবং গুরুগ্রামের মোট ২৮টি জায়গায় একযোগে কয়েক ঘণ্টা ধরে অনুসন্ধান চালিয়েছেন ইনকাম ট্যাক্স আধিকারিকরা। এই তল্লাশি চলাকালীনই অভিনেতার বিরুদ্ধে কর ফাঁকি তথ্য-প্রমাণ হাতে এসেছে বলে আয়কর দফতরের অভিযোগ। অন্যদিকে গত মঙ্গলবারই দিল্লি সরকারের তরফ থেকে সোনু সুদকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর ঠিক তার পরেই সোনুর অফিসে আয়কর কর্তাদের হানা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে বলিউডে। তবে আম আদমি পার্টির সঙ্গে সখ্যতা তথা দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকের কারণেই কী রোষে পড়তে হল তাঁকে? এটা নিয়েও রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে চলছে জোর জল্পনা।