ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

- আপডেট : ১ অগাস্ট ২০২২, সোমবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্কঃ ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। সোমবার সন্ধ্যায়, ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা হোস্টেল থেকে ওই পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।মৃত্যু ঘিরে রহস্যের দানা বেঁধেছে।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম প্রদীপ্তা দাস।তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের ফাইনাল বর্ষের ছাত্রী ছিলেন।এদিন সন্ধ্যের দিকে তাঁর রুমমেট হোস্টেল থেকে বাইরে বের হলে, সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের গলায় ফাঁস দেন ওই ছাত্রী।ফিরে এসে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় তাঁর রুম মেট।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানও হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর,তাঁর হস্টেলের দ্বিতীয় তল থেকে প্রদীপ্তার দেহ উদ্ধার হয়।প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই অনুমান করছে পুলিশ।পুলিশ আরও জানান, মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়ে থাকতে পারে। তবে কী কারণে অবসাদ,তা খতিয়ে দেখবে পুলিশ। অস্বাভাবিক এই মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেডিক্যাল কলেজ চত্বরে।
জানা গিয়েছে, মৃতা ওই পড়ুয়ার বাড়ি সোদপুরে।তবে আত্মহত্যার সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।তাঁর সহপাঠীদের সঙ্গে কথা বলেও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে বলে সূত্রের খবর।