পুবের কলম প্রতিবেদকঃ প্রতিনিয়ত সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তাতেও অসন্তষ্ট। শুধু সংবাদ মাধ্যমের শিরোনামে নয়। নেট-দুনিয়ায় ‘আরও হাইলাইট’ হতে ইউটিউভ চ্যানেল খুলছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এই চ্যানেলকে আকর্ষনীয় করতে চান রাজ্যপাল।
তিনি বারবার অভিযোগ করেছেন গণতন্ত্র নেই। সংবিধানিক শাসন নেই। সাধারণ মানুষের কথা ভেবেই তিনি প্রশ্ন তোলেন, এবার রাজ্যবাসীর আরও কাছাকাছি পৌঁছাতে নিজের চ্যানেল শুরু করেছেন। ইতিমধ্যে সেই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৩২৯। তবে এই চ্যালেন তিনি ২০২০ সালেই খুলেছেন বলে দাবি করেছেন।
এই নিয়ে অনেকের প্রশ্ন রাজ্যপাল কী নিজের একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। সাংবিধানিক পদাধিকারির কী এই প্রচার শোভনীয়। তবে এই নিয়ে রাজভবনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে জানিয়েছেন, রাজ্যপাল একজন সাংবিধানিক প্রধান। অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন। রাজ্যপালের প্রচারে ভুল কিছু নেই।
রাজ্যপালের ইউটিউভ চ্যানেল এবং অন্যান্য প্রচার নিয়ে অনেকেই সমালোচনা করছেন।