পুবের কলম প্রতিবেদকঃ নিম্নচাপের বাধা কাটতে না কাটতেই ফের নিম্নচাপের অশনিসংকেত দিল আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের শেষের দিকে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপফর। যদিও সেই নিম্নচাপের প্রভাব এ রাজ্যে কতটা পড়বে তা নিয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে– দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ক্রমেই তালিলনাড়ু উপকূলের দিকে এগোবে। যার ফলে সরাসরি এই নিম্নচাপের কোনও প্রভাব রাজ্যে না পড়লেও পূবালী হাওয়ার জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে। তার ফলে স্বাভাবিকভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। সেইসঙ্গে বাতাসের জলীয় বাষ্প বাড়ার কারণে রাতে তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে– নিম্নচাপ সরে যাওয়ার পরেই রাতের তাপমাত্রাও রাজ্যে কিছুটা কমেছে। বৃহস্পতিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রী সেলসিয়াস। ইতিমধ্যে বৃহস্পতিবার থেকে আকাশে মেঘ দেখা দিয়েছে। যদিও আবহাওয়াবিদরা জানাচ্ছেন রাজ্যের বাতাসে জলীয়বাষ্প প্রবেশের ফলে এই মেঘ।
আবহাওয়া অফিস জানাচ্ছে– আজ শুক্রবার থেকে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অন্যদিকে– জেলাগুলিতেও ভালো ঠান্ডা পড়েছে। বেশকিছু জেলার রাতের পারদ ১৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। আপাতত তাপমাত্রা কমার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।
সাধারণত– ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করে। তবে এ বছর নির্দিষ্ট সময়ে ঠান্ডা পড়বে কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি আবহাওয়া অফিস।