কলকাতাMonday, 28 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চার বছরের অপেক্ষা শেষ, ২০২৫ সাল থেকে শুরু হবে জনগণনা, চলবে ২০২৬ পর্যন্ত

Bipasha Chakraborty
October 28, 2024 2:15 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: বিতর্ক, বিবাদ, জল্পনা-কল্পনা সব কিছু উড়িয়ে চার বছরের অপেক্ষা শেষে শুরু হতেই চলেছে আদমশুমারি বা জনগণনা। ২০২৫ সাল থেকে শুরু হতে পারে জনগণনা, জানিয়েছিল কেন্দ্রীয় সরকার।

জনসংখ্যা আদমশুমারি হল একটি দেশের সমগ্র জনসংখ্যার পদ্ধতিগত গণনা, যা এর আকার, বন্টন এবং সামাজিক-জনসংখ্যাগত বৈশিষ্ট্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।

সরকারের তরফে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সাল থেকে শুরু হবে জনগণনা। সেই কাজ চলবে ২০২৬ সালের শেষ পর্যন্ত।

আদমশুমারি শেষ হওয়ার পর লোকসভা আসনের সীমানা নির্ধারণ শুরু হবে। ২০২৮ সালের মধ্যে সীমানা প্রক্রিয়া নির্ধারণ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশে সর্বশেষ আদমশুমারি হয়েছিল ২০১১ সালে। সর্বশেষ আদমশুমারিতে দেখা গিয়েছিল, ভারতে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৭.৭ শতাংশ। মোট জনসংখ্যা দাঁড়িয়েছিল ১২১ কোটির বেশি।

তার পর থেকে ২০২১ সালে আদমশুমারি হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি পিছিয়ে যায়।

 

প্রতি ১০ বছর অন্তর দেশে আদমশুমারি বা জনগণনা হয়ে থাকে।

১৯৯১, ২০০১, ২০১১-তে আদমশুমারি হয়েছে। এই নিয়ম মেনে আদমশুমারি হতে থাকলে ২০২৫ সালের পরবর্তী তা হবে ২০৩৫, ২০৪৫, ২০৫৫ সালে।

উল্লেখ্য, প্রতি দশ বছর অন্তর জাতীয় জনসংখ্যা রেজিস্টার বা এনপিআর করা যায়। জনগণনা থেকে বোঝা যায়, ভারতে এই মুহূর্তে কত সংখ্যক লোক বসবাস করছে তার বিস্তারিত বিবরণ। জনগণনা করা হবে সাধারণ, তফশিলি জাতি, তফসিলি উপজাতির মানুষ কতজন রয়েছেন সংখ্যায়। একইসঙ্গে কোন ধর্মালম্বী মানুষ কত শতাংশ হারে দেশে বসবাস করেন তাও জানা যায়।

বর্তমানে সেন্সাস কমিশনারের দায়িত্বে রয়েছেন মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। ২০২৫ সালের জনগণনার প্রথম থেকে শেষ পর্যন্ত দায়িত্বে থাকবেন মৃত্যুঞ্জয়।

তবে ২০২৬ সাল পর্যন্ত তাঁর কর্মজীবনের মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, জনগণনা নিয়ে চাপানউতোর চলছিল। খুব তাড়াতাড়ি জনগণনা হতে পারে এই ঘোষণা এই বছর আগস্টেই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আদমশুমারি মোবাইল ফোনের মাধ্যমে করা যাবে। একটি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটালভাবে করা হবে।

ভারতে প্রথম আদমশুমারি ১৮৭২ গভর্নর জেনারেল লর্ড মেয়োর সময়কালে পরিচালিত হয়েছিল। ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি হয় ১৮৮১ সালে ১৭ ফেব্রুয়ারি।

 

Read more: ফিলিস্তিন: মুসলিমদের সরব হওয়ার আহ্বান বাংলাদেশের ধর্ম উপদেষ্টার

সেন্সাস কমিশনার ডব্লিউসি প্লোডেন এটি পরিচালনা করেছিলেন। এর পরে প্রতি ১০ বছরে একবার আদমশুমারি হয়। তবে এর ব্যতিক্রমও ঘটেছে।

স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি ১৯৫১ সালে পরিচালিত হয়েছিল। এর পর ভারতে ৬ বার আদমশুমারি পরিচালিত হয়।

স্বাধীন ভারতে আদমশুমারি হয় – ১৯৫১, ১৯৬১, ১৯৭১, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ সালে। পরাধীন ভারতে আদমশুমারি হয় – ১৮৭২, ১৮৮১, ১৮৯১, ১৯০১, ১৯১১, ১৯২১, ১৯৩১, ১৯৪১ সালে।