দেশে প্রথম ভূগর্ভে লিথিয়ামের হদিশ মিলল জম্মু-কাশ্মীরে

- আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্ক: দেশে প্রথম বিপুল পরিমাণে লিথিয়াম খনির সন্ধান মিলল জম্মু-কাশ্মীরে। বৃহস্পতিবার কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে, জম্মু-কাশ্মীরে ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম মজুত থাকার হদিশ পাওয়া গেছে। লিথিয়াম হল একটি অ-লৌহঘটিত ধাতু এবং এটি ইভি ব্যাটারির অন্যতম প্রধান উপাদান।
বৃহস্পতিবার কেন্দ্রীয় খনি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই প্রথম দেশে লিথিয়াম সম্পদের খোঁজ পেয়েছে। জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলার সালাল-হাইমানা অঞ্চলের খনিতে মজুত রয়েছে ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম।’
মন্ত্রক আরও জানিয়েছে, লিথিয়াম এবং সোনা সহ ৫১ টি খনিজ ব্লক সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির কাছে হস্তান্তর করা হয়েছে। বলা হয়েছে, ৫১ টি খনিজ ব্লকের মধ্যে , ৫ টি ব্লক সোনার এবং অন্যান্য ব্লকগুলি পটাশ, মলিবডেনাম, বেস ধাতু ইত্যাদির। এগুলি জম্মু ও কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা ১১ টি রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে,” ।
প্রসঙ্গত, দেশের মধ্যে এই প্রথম লিথিয়ামের সন্ধান পেল ‘জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। বৈদ্যুতিক গাড়ি বা মোবাইল ফোনের ব্যাটারি তৈরির অন্যতম উপাদান হল লিথিয়াম। বর্তমানে বহুমূল্য এই খনিজ পদার্থ বিদেশ থেকে আমদানি করতে হয়।
বিশেষজ্ঞদের দাবি, দেশেই লিথিয়ামের বিপুল ভাণ্ডারের হদিশ মেলায় ব্যাটারি শিল্পে নয়া দিগন্ত খুলে যাবে। শুধু তাই নয়, ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ি ও মোবাইল ফোনের দাম কমতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তাঁরা।
২০১৮-১৯ সাল থেকে এখনও পর্যন্ত জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া পরীক্ষা নীরিক্ষা করে এই ব্লকগুলি চিহ্নিত করেছে। এগুলি ছাড়াও কয়লা ও লিগনাইট মিলিয়ে মোট ৭৮৯৭ মিলিয়ন টন সম্পদ নিয়ে ১৭টি রিপোর্ট বানানো হয়েছে, যেগুলি কয়লা মন্ত্রকের কাছে হস্তান্তর করা হয়েছে। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া মিনারেল বা খনিজ নিয়ে মোট ১১৫টি প্রকল্প এবং সার খনিজের উপরে ১৬টি প্রকল্পে কাজ করছে।