পুবের কলম প্রতিবেদক: নির্বিঘ্নেই সম্পন্ন হল মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা। করোনা পরিস্থিতির পর পরীক্ষা হয়নি মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডে। ফের লিখিত পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকরা খুশি। প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদ। উল্লেখ্য, এ বছর মাধ্যমিকের পরীক্ষা শুরু হয় বেলা ১২টা থেকে। পরীক্ষা চলে বেলা ৩টে পর্যন্ত।
পর্ষদ সভাপতি জানিয়েছেন, এবার ১ হাজার ৪৩৫টি মূল পরীক্ষাকেন্দ্র বা সেন্টার করা হয়েছে। এছাড়া আরও সাব-ভেন্যু করা হয়েছে ২ হাজার ৭৫৯টি। সব মিলিয়ে মোট ৪ হাজার ১৫৪টি কেন্দ্রে এবার পরীক্ষা হবে। মোট পরীক্ষার্থী ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ৫ লক্ষ ৫৯ জন ছাত্র। ছাত্রী সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। এ বছর ছাত্রের থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি রয়েছে।
আজ মঙ্গলবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা, কাল বুধবার ভূগোল পরীক্ষা রয়েছে। মাদ্রাসা বোর্ডে প্রথম দিন উর্দু এবং বাংলা পরীক্ষা হয়, আজ মঙ্গলবার আরবি বিষয়ের পরীক্ষা রয়েছে।
হাই মাদ্রাসা, আলিম, ফাজিলে রাজ্যের বিভিন্ন জেলায় ২৩৫টি সেন্টারে ৯৬ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে হাই মাদ্রাসায় রয়েছে ৬৭ হাজার ৫৪৯ জন, আলিম-পরীক্ষা দিচ্ছে ১৫ হাজার ৯৯৩ জন বং ফাজিল-রয়েছে ৬ হাজার ১৫৪ জন। এছাড়াও সিসি এবং কম্পার্টমেন্টাল ৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা পর্ষদ।