পুবের কলম, ওয়েবডেস্কঃ কলকাতায় ফের ওমিক্রন হানা। আক্রান্ত ব্যক্তি আয়ারল্যান্ড থেকে দেশে ফিরেছেন। তাকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা উপসর্গ দেখা দেওয়ায় তার জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা হয়। সেখানে জানা যায়, ওই ব্যক্তি ওমিক্রন আক্রান্ত। আক্রান্তের মৃদু উপসর্গ বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ইতিমধ্যেই দেশের ১৭টি রাজ্যে ওমিক্রন হানা দিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩৫৮। পাঁচটি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। এই রাজ্যগুলি হল কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, বাংলা, কর্ণাটক।
কিছুদিন আগেই বিদেশ ফেরত দুই যাত্রীর শরীরে ওমিক্রন থাবা বসায়। জানা যায়, লন্ডন ও নাইজেরিয়া থেকে কলকাতায় আসেন ওই দুই ব্যক্তি। লন্ডন থেকে আসা ব্যক্তি আলিপুরের বাসিন্দা। তিনি আমরি হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যজন নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। তিনিও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
এই নিয়ে কলকাতায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা পৌঁছল ৩ -এ।