বেড়াতে এসে পর্যটকের মৃত্যু! ঘটনায় চাঞ্চল্য এলাকায়

- আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
- / 13
পুবের কলম ওয়েব ডেস্ক: ইজরায়েল থেকে দার্জিলিং বেড়াতে এসে সান্দাকফুতে মৃত্যু হল এক পর্যটকের। বৃহস্পতিবার সকালে সান্দাকফুর হোটেলের ঘরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় । প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতের নাম নাথান লেভি। বয়স আনুমানিক ৩২। বাড়ি জেরুজালেমে। বৃহস্পতিবার সকালে তাঁর গাইড তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
ঘটনায় স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি হোটেলে যান দার্জিলিং জেলা ম্যাজিস্ট্রেট এস পোনাম্বালাম।
তিনি বলেন, “আমাদের কাছে যা তথ্য রয়েছে তাতে জানা গিয়েছে, ইজরায়েল থেকে ওই পর্যটক এসেছিলেন এখানে বেড়াতে ৷ তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও অজানা ৷”
ওই বিদেশী পর্যটকের মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তিনি আরও বলেন, “তাঁদের দূতাবাসে পাঠানোর জন্য স্বরাষ্ট্র দফতরেও এ কথা জানানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে, তবে পরবর্তী তদন্তে মৃত্যুর আসল কারণ উঠে আসবে৷