পুবের কলম প্রতিবেকঃ কলকাতার উড়ালপুরগুলিতে চিনা সুতোর বিপদ কাটছে না। মা ফ্ল্যাইওভারে লাগানো হয়েছে রেলিং গার্ড। মা উড়ালপুলের পর আবারও শহরের আরও এক উড়ালপুলে ঘুড়ির সুতোর চিনা মাঞ্জায় জখম হলেন এক যুবক। হরিদেবপুরের ব্যানার্জি পাড়ার বাসিন্দা পেশায় ইঞ্জিনিয়ার ওই যুবকের নাম রোহন প্রামাণিক। ব্রেস ব্রিজ উড়ালপুলের ওপর দিয়ে বাইকে চেপে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মা উড়ালপুলে এমন ঘটনা বারবার ঘটেছে। পুলিশ অনেক সতর্কতা নিয়েও বিপদ আটকাতে পারেনি। তবে, ব্রেস ব্রিজে এই ঘটনা প্রথমবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবককে উদ্ধার করে প্রথমে বিদ্যাসাগর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মাথায় দশটি সেলাই পড়েছে।
এ দিন সকালে নিজের বাড়িতে বসে ওই যুবক জানান, ব্যক্তিগত কাজে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বজবজে যাচ্ছিলেন তিনি। ব্রেস ব্রিজ উড়ালপুল পেরোনোর সময় আচমকাই একটি সুতো তাঁর হেলমেটের ওপর পড়ে। তারপর হেলমেটের কাঁচ ফাটিয়ে তাঁর মাথার ওপর দিয়ে চলে যায় সেই সুতো। যন্ত্রণায় বাইক নিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। মাথা থেকে রক্ত বের হতে থাকে তাঁর। জাতীয় পরিবেশ আদালত ইতিমধ্যেই ঘোষণা করেছে চিনা মাঞ্জা পরিবেশের জন্য ক্ষতিকারক। এতে জীবনহানিও হতে পারে। তার জন্য প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা।