৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নার্সদের দাবি, পদক্ষেপ নিতে বলল আদালত

ইমামা খাতুন
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 13

REPRESENTATIVE IMAGE

পুবের কলম প্রতিবেদক: আগামী তিন মাসের মধ্যে নার্সদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে স্বাস্থ্যসচিবকে। আদালত এমনই জানিয়েছে বলে বুধবার কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে জানাল নার্সেস ইউনিটি।

বেতন কাঠামো সংশোধনের দাবিতে দীর্ঘ বছর ধরে আন্দোলন করে চলেছে নার্সদের একটি সংগঠন নার্সেস ইউনিটি। বিভিন্ন সময়ে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারও করে নিয়েছে এই সংগঠন। কিন্তু, দাবি আদায় না হওয়ার কারণে ফের শুরু হয়েছে আন্দোলন। নার্সেস ইউনিটির আন্দোলনের বিরুদ্ধে এক স্বেচ্ছাসেবী সংস্থা অভিযোগ জানিয়েছিল আদালতে। যার ভিত্তিতে শুরু হয় মামলা।

নার্সেস ইউনিটির সম্পাদিকা ভাস্বতী মুখোপাধ্যায় এ দিন বলেন, ‘মঙ্গলবার এই কেসের শুনানি হয়। মহামান্য আদালত এই মর্মে একটি ঐতিহাসিক রায় দেন যে, আগামী তিন মাসের মধ্যে হেলথ সেক্রেটারিকে নার্সেস ইউনিটির প্রতিনিধিদের সঙ্গে বসে দাবি মিটিয়ে দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।’ তিনি বলেন, ‘বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমাদের বিশ্বাস নার্সেস ইউনিটিকে সঙ্গে নিয়ে সমস্ত স্তরের নার্সরা তাঁদের প্রাপ্য মর্যাদা পাবে।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নার্সদের দাবি, পদক্ষেপ নিতে বলল আদালত

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: আগামী তিন মাসের মধ্যে নার্সদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে স্বাস্থ্যসচিবকে। আদালত এমনই জানিয়েছে বলে বুধবার কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে জানাল নার্সেস ইউনিটি।

বেতন কাঠামো সংশোধনের দাবিতে দীর্ঘ বছর ধরে আন্দোলন করে চলেছে নার্সদের একটি সংগঠন নার্সেস ইউনিটি। বিভিন্ন সময়ে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারও করে নিয়েছে এই সংগঠন। কিন্তু, দাবি আদায় না হওয়ার কারণে ফের শুরু হয়েছে আন্দোলন। নার্সেস ইউনিটির আন্দোলনের বিরুদ্ধে এক স্বেচ্ছাসেবী সংস্থা অভিযোগ জানিয়েছিল আদালতে। যার ভিত্তিতে শুরু হয় মামলা।

নার্সেস ইউনিটির সম্পাদিকা ভাস্বতী মুখোপাধ্যায় এ দিন বলেন, ‘মঙ্গলবার এই কেসের শুনানি হয়। মহামান্য আদালত এই মর্মে একটি ঐতিহাসিক রায় দেন যে, আগামী তিন মাসের মধ্যে হেলথ সেক্রেটারিকে নার্সেস ইউনিটির প্রতিনিধিদের সঙ্গে বসে দাবি মিটিয়ে দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।’ তিনি বলেন, ‘বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমাদের বিশ্বাস নার্সেস ইউনিটিকে সঙ্গে নিয়ে সমস্ত স্তরের নার্সরা তাঁদের প্রাপ্য মর্যাদা পাবে।’