পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরসভা ভোট নিয়ে সাংবাদিক বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন। আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকেই একগুচ্ছ বিধিনিষেধের কথা জানানো হল।
এক নজরে নির্দেশিকাঃ
আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা ভোট
মোট ১৪৪ ওয়ার্ডে ভোটগ্রহণ
৩৮৫ অক্সিলিয়ারি বুথে ভোট গ্রহণ
৪৭৪২ বুথে ভোট গ্রহণ
কলকাতায় ইভিএম-এ চলবে ভোটগ্রহণ
ভোট দেবেন ৪০ লক্ষের বেশি ভোটার
পুনর্নির্বাচন হলে তা হবে ২০ ডিসেম্বর
কত পুলিশ মোতায়েন হবে তা ডিজি ও সিপিকে জানাতে বলেছি
কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি
সন্ধ্যা ৭ থেকে সকাল ১০ টা পর্যন্ত বড় কোনও মিটিং করা যাবে না
ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭ টায়, চলবে বিকেল ৫ টা পর্যন্ত
সম্ভবত ভোট গণনা ২১ তারিখ
মনোনয়ন দিতে প্রার্থীর সঙ্গে যেতে পারবেন ২ জন
ডোর টু ডোর প্রচারে যেতে পারবেন সর্বাধিক ৫ জন
কোভিডবিধি মেনেই ভোটের প্রচার করতে হবে
গণনার দিন আলাদা বিজ্ঞপ্তি জারি
হাওড়া ভোট নিয়ে এখনও কিছু জানায়নি রাজ্য