পুবের কলম প্রতিবেদক: চেয়েছিলেন বদলি তার জন্য বেতন বন্ধ হয়ে যাবে? এটা স্বপ্নেও ভাবতে পারেননি সংযুক্তা রায় নামের এক শিক্ষিকা। এক-দুই নয়, টানা ১৩ মাস ধরে বেতন বন্ধ হয়ে রয়েছে। সেই সংক্রান্ত এক মামলায় কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। বদলি নিতে গিয়ে প্রায় ১৩ মাস বেকার ইংরেজি এক শিক্ষিকা। অভিযোগের তির রায়গঞ্জ করোনেশন স্কুলের প্রধানশিক্ষকের দিকে। এবার সেই প্রধানশিক্ষকের অনির্দিষ্টকালের জন্য বেতন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জানা গিয়েছে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পর বেতন বন্ধ হয়েছে বারবার তদবির করেও কাজ হয়নি। শিক্ষিকা সংযুক্তা রায় শুধু বিচার চেয়ে ঘুরছেন। সেই ঘটনায় বিস্মিত হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন স্কুলের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপ নিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতে ছিল মামলার শুনানি।
এ দিন আদালত নির্দেশ দিয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষককে সশরীরে ২১ মার্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হতে হবে। সেদিনই শুনানি হবে। এ দিন শুনানির সময় বিচারপতি জানতে চান, গত বছরের ২১ ফেব্রুয়ারি স্কুলে জয়েন করার কথা এখনও কেন তা হয়নি? কোন রহস্যে ১৩ মাস বেকার শিক্ষিকা,কৈফিয়তও চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযুক্ত প্রধানশিক্ষকের তরফে অবশ্য সদুত্তর পায়নি আদালত। তারপরই বিচারপতি উত্তর দিনাজপুর জেলার স্কুল পরিদর্শককে নির্দেশ দেন, অভিযুক্ত প্রধানশিক্ষকের বেতন বন্ধ করতে হবে।
সূত্রের খবর, রায়গঞ্জ করোনেশন স্কুলের এক শিক্ষক খুনে অভিযুক্ত। সেই শিক্ষক জেল থেকে বেরিয়ে পুনরায় যাতে স্কুলে যোগ দিতে পারে তাই সংযুক্তা রায়কে যোগদান করানো হচ্ছে না।