২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কোভিডবিধি মেনে চলার আবেদন মুখ্যমন্ত্রীর, ‘মিডিয়াকে তোপ, সংবাদমাধ্যমের কাছ থেকে সহযোগিতার আশা রাখি,’ মমতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্কঃ বর্ষবরণের আগে গঙ্গা সাগর থেকে সকলকে কোভিডবিধি মেনে চলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার। সেই ভাবেই ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে কলকাতা ফেরার সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতায় সংক্রমণ বাড়ছে। কারণ ব্রিটেন থেকে বহু মানুষ এখানে আসছে। সকলকেই কোভিডবিধি মেনে চলতে হবে। বাজারে গেলে মাস্ক পরুন দূরত্ববিধি মেনে চলুন। কিছু সময় নিজেকেও দায়িত্ব নিতে হবে। সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। প্রয়োজন হলে স্কুল-কলেজ বন্ধ করা হতে পারে। আমি এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে বলিনি। আমি পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং করছি। তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। যা যা পদক্ষেপ গ্রহণ করার সরকার সব করবে।

এদিন মমতা কলকাতার এক বহুল প্রচারিত সংবাদমাধ্যমের তোপ দেখে বলেন, গঙ্গাসাগর থেকে আমি একবারও বলিনি। অথচ লেখা হচ্ছে, স্কুল-কলেজ বন্ধ করা হবে। দয়া করে উত্তেজনা ছড়াবেন না।  সরকার এক রকম কথা বলছে। মিডিয়া অন্য কথা লিখে দিচ্ছে। পরে সরকারকে সামলাতে হয়। আমি মিডিয়ার কাছ থেকে সহযোগিতার আশা করি।

বর্ষবরণের অনুষ্ঠান বন্ধ করা হবে কিনা, সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কোভিডবিধি মেনেই সব জায়গায় যেতে হবে। সবাইকে নির্দেশ মেনে চলতে হবে। সরকার পরবর্তী যা পদক্ষেপ নেবে তা জানিয়ে দেওয়া হবে। তবে এখনই সব কিছু বন্ধ করতে আমি বলিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোভিডবিধি মেনে চলার আবেদন মুখ্যমন্ত্রীর, ‘মিডিয়াকে তোপ, সংবাদমাধ্যমের কাছ থেকে সহযোগিতার আশা রাখি,’ মমতা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বর্ষবরণের আগে গঙ্গা সাগর থেকে সকলকে কোভিডবিধি মেনে চলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার। সেই ভাবেই ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে কলকাতা ফেরার সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতায় সংক্রমণ বাড়ছে। কারণ ব্রিটেন থেকে বহু মানুষ এখানে আসছে। সকলকেই কোভিডবিধি মেনে চলতে হবে। বাজারে গেলে মাস্ক পরুন দূরত্ববিধি মেনে চলুন। কিছু সময় নিজেকেও দায়িত্ব নিতে হবে। সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। প্রয়োজন হলে স্কুল-কলেজ বন্ধ করা হতে পারে। আমি এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে বলিনি। আমি পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং করছি। তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। যা যা পদক্ষেপ গ্রহণ করার সরকার সব করবে।

এদিন মমতা কলকাতার এক বহুল প্রচারিত সংবাদমাধ্যমের তোপ দেখে বলেন, গঙ্গাসাগর থেকে আমি একবারও বলিনি। অথচ লেখা হচ্ছে, স্কুল-কলেজ বন্ধ করা হবে। দয়া করে উত্তেজনা ছড়াবেন না।  সরকার এক রকম কথা বলছে। মিডিয়া অন্য কথা লিখে দিচ্ছে। পরে সরকারকে সামলাতে হয়। আমি মিডিয়ার কাছ থেকে সহযোগিতার আশা করি।

বর্ষবরণের অনুষ্ঠান বন্ধ করা হবে কিনা, সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কোভিডবিধি মেনেই সব জায়গায় যেতে হবে। সবাইকে নির্দেশ মেনে চলতে হবে। সরকার পরবর্তী যা পদক্ষেপ নেবে তা জানিয়ে দেওয়া হবে। তবে এখনই সব কিছু বন্ধ করতে আমি বলিনি।