৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পার্ক স্ট্রিটে ২১ ডিসেম্বর বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 10

ফাইল চিত্র

পুবের কলম প্রতিবেদক: এবারও বড়দিনে কলকাতা মাততে চলেছে জমজমাট ক্রিসমাস ফেস্টিভ্যালে। ১৬ ডিসেম্বর বড়দিনের উৎসব নিয়ে প্রস্তুতি বৈঠক সেরে একথা জানিয়ে দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রত্যেক বছর পার্কস্ট্রিটে বড়দিনের উৎসব উপলক্ষে সাজানো হয়।

ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোল বদলে যায় ওই অঞ্চলের। বছর শেষের উৎসবের সমস্ত রঙ এসে ধরা দেয় সেখানে। এদিন সাংবাদিক সম্মেলন করে বাবুল সুপ্রিয় জানিয়ে দিলেন, ক্রিসমাস এবং নতুন বছর উপলক্ষে সেজে উঠছে পার্কস্ট্রিট। তিনি জানিয়েছেন এবার ক্রিসমাস ফেস্টিভালের উদ্বোধন হবে আগামী ২১ ডিসেম্বর। বুধবার বিকেল চারটেয় এই উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরো জানান, কলকাতা পুরনিগমের ব্যবস্থাপনায় এই উত্সব চলবে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। সেজে উঠবে পার্কস্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট ক্যাথিড্রাল চত্ত্বর এবং সংলগ্ন এলাকা।

উৎসবের উদ্বোধনের দিনেই অ্যালেন পার্ক থেকে পার্কস্ট্রিট চত্ত্বরে আলোকসজ্জার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাবুল জানিয়েছেন, সমস্ত আয়োজনে এগিয়ে এসেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর।

এই কদিন পার্কস্ট্রিটে থাকবে একাধিক স্টল।ক্যামাক স্ট্রিটে ২১-২৩ তারিখ পর্যন্ত থাকছে ‘মিউজিক্যাল প্রোগ্রাম’। তিনি বলেন, আগামী ২৪ এবং ২৫ ডিসেম্বর ছাড়া উৎসবের প্রতিদিনেই আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। তিনি বলেন, বড়দিন উপলক্ষে শুধু কলকাতা নয় দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, বিধাননগর, ব্যারাকপুর, বারুইপুর, ব্যান্ডেল, চন্দননগর কৃষ্ণনগর, আসানসোল, ঝাড়গ্রামের খ্রিস্টমাস উৎসবের আয়োজন করা হয়েছে পর্যটন দফতরের তরফ থেকে। সর্বত্রই বড়দিনের উৎসবের উদ্বোধন হবে ২১ ডিসেম্বর। সেই উৎসব চলবে ১ জানুয়ারি পর্যন্ত।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পার্ক স্ট্রিটে ২১ ডিসেম্বর বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: এবারও বড়দিনে কলকাতা মাততে চলেছে জমজমাট ক্রিসমাস ফেস্টিভ্যালে। ১৬ ডিসেম্বর বড়দিনের উৎসব নিয়ে প্রস্তুতি বৈঠক সেরে একথা জানিয়ে দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রত্যেক বছর পার্কস্ট্রিটে বড়দিনের উৎসব উপলক্ষে সাজানো হয়।

ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোল বদলে যায় ওই অঞ্চলের। বছর শেষের উৎসবের সমস্ত রঙ এসে ধরা দেয় সেখানে। এদিন সাংবাদিক সম্মেলন করে বাবুল সুপ্রিয় জানিয়ে দিলেন, ক্রিসমাস এবং নতুন বছর উপলক্ষে সেজে উঠছে পার্কস্ট্রিট। তিনি জানিয়েছেন এবার ক্রিসমাস ফেস্টিভালের উদ্বোধন হবে আগামী ২১ ডিসেম্বর। বুধবার বিকেল চারটেয় এই উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরো জানান, কলকাতা পুরনিগমের ব্যবস্থাপনায় এই উত্সব চলবে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। সেজে উঠবে পার্কস্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট ক্যাথিড্রাল চত্ত্বর এবং সংলগ্ন এলাকা।

উৎসবের উদ্বোধনের দিনেই অ্যালেন পার্ক থেকে পার্কস্ট্রিট চত্ত্বরে আলোকসজ্জার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাবুল জানিয়েছেন, সমস্ত আয়োজনে এগিয়ে এসেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর।

এই কদিন পার্কস্ট্রিটে থাকবে একাধিক স্টল।ক্যামাক স্ট্রিটে ২১-২৩ তারিখ পর্যন্ত থাকছে ‘মিউজিক্যাল প্রোগ্রাম’। তিনি বলেন, আগামী ২৪ এবং ২৫ ডিসেম্বর ছাড়া উৎসবের প্রতিদিনেই আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। তিনি বলেন, বড়দিন উপলক্ষে শুধু কলকাতা নয় দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, বিধাননগর, ব্যারাকপুর, বারুইপুর, ব্যান্ডেল, চন্দননগর কৃষ্ণনগর, আসানসোল, ঝাড়গ্রামের খ্রিস্টমাস উৎসবের আয়োজন করা হয়েছে পর্যটন দফতরের তরফ থেকে। সর্বত্রই বড়দিনের উৎসবের উদ্বোধন হবে ২১ ডিসেম্বর। সেই উৎসব চলবে ১ জানুয়ারি পর্যন্ত।