৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে বাংলার আম উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী

ইমামা খাতুন
  • আপডেট : ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 20

পুবের কলম, ওয়েবডেস্ক: গত এক দশকের বেশি সময় ধরে এই নিয়ম চলছে। ফি বছর এই সময়ে নিয়ম করে বাংলা থেকে প্রধানমন্ত্রীকে আম পাঠান বাংলার মুখ্যমন্ত্রী। এবছরও তার অন্যথা হল না। এবারেও হিমসাগর, ল্যাংড়া সহ হরেকরকমের আম বাংলা থেকে গেল দিল্লিতে।

জানা গিয়েছে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে আম পাঠানো হয়েছে।

রাজ্য-কেন্দ্রের রাজনীতি, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য রয়েছে দু’ পক্ষের মধ্যে। বারেবারেই একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে নিশানা করেছেন।

সম্প্রতি একশ দিনের কাজের টাকা থেকে বন্দে ভারত, নানা বিষয়ে সুর চড়িয়েছে রাজ্য। তবে রাজনৈতিক দ্বন্দ্বে যে সৌজন্যে ভাটা পড়েনি, তা দেখা গেল এবারেও। কোনও খামতি রইল না এক দশকের বেশি সময়ের সৌজন্যের। একই সঙ্গে বাংলা থেকে আম পাঠানো হয়েছে বাংলাদেশেও। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও প্রতি বছর আম পাঠান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রীকে বাংলার আম উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী

আপডেট : ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গত এক দশকের বেশি সময় ধরে এই নিয়ম চলছে। ফি বছর এই সময়ে নিয়ম করে বাংলা থেকে প্রধানমন্ত্রীকে আম পাঠান বাংলার মুখ্যমন্ত্রী। এবছরও তার অন্যথা হল না। এবারেও হিমসাগর, ল্যাংড়া সহ হরেকরকমের আম বাংলা থেকে গেল দিল্লিতে।

জানা গিয়েছে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে আম পাঠানো হয়েছে।

রাজ্য-কেন্দ্রের রাজনীতি, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য রয়েছে দু’ পক্ষের মধ্যে। বারেবারেই একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে নিশানা করেছেন।

সম্প্রতি একশ দিনের কাজের টাকা থেকে বন্দে ভারত, নানা বিষয়ে সুর চড়িয়েছে রাজ্য। তবে রাজনৈতিক দ্বন্দ্বে যে সৌজন্যে ভাটা পড়েনি, তা দেখা গেল এবারেও। কোনও খামতি রইল না এক দশকের বেশি সময়ের সৌজন্যের। একই সঙ্গে বাংলা থেকে আম পাঠানো হয়েছে বাংলাদেশেও। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও প্রতি বছর আম পাঠান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।