পুবের কলম ওয়েবডেস্কঃ আছড়ে পড়েছে তৃতীয় ঢেউ, দিন প্রতিদিন বাড়ছে সংক্রমিতের সংখ্যা। সমাজের বিভিন্ন স্তরের মানুষরা আক্রান্ত হচ্ছেন। এমতাবস্থায় আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পৌঁছে যাচ্ছে ফলের ঝুড়ি।
রঙীন মোড়কে এই ফলের ঝুড়িতে কোথাও লেখা আছে গেট ওয়েল সুন, কোথাও লেখা আপনার দ্রুত আরোগ্য কামনা করি। নীচে মুখ্যমন্ত্রীর নাম। ঝুড়িতে থাকছে, আপেল, মুসুম্বিলেবু, বেদানা, আঙুর প্রভৃতি ১২ ধরনের ফল। শহরের অনেক করোনা আক্রান্তের কাছেই এই ফলের ঝুড়ি পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি রোগীরাও।
কলকাতার মেছুয়া ফলপট্টি থেকে প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই হাজার ফলের ডালি পাঠানো হচ্ছে রোগীর কাছে। এই কাজের দায়িত্বে রয়েছে তারিক
ইশার নামে এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, ১২টা ফল দিয়ে একটা করে ঝুড়ি সাজানো হচ্ছে। নানা ধরণের ফল দিয়ে সাজানো থাকছে ঝুড়ি।