পুবের কলম, ওয়েবডেস্ক: আক্রান্ত তৃণমূল কর্মী সুদীপ রাহা ও ও জয়া দত্তকে দেখতে এসএসকেএম এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সুদীপ এখনও অসুস্থ আছে।
এদিন তৃণমূল সুপ্রিমো ফের ত্রিপুরার ঘটনা নিয়ে বিজেপির দিকে আঙুল তুলে বলেন, এই সরকার এক বর্বর সরকার। গণন্ত্রের কন্ঠরোধ করা হচ্ছে। ত্রিপুরায় তৃণমূলকে কথা বলতে দেওয়া হচ্ছে না। ত্রিপুরার ঘটনায় কটা মানবধিকার কর্মী এসেছেন বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী? এদিন তিনি বলেন, শুক্রবার ব্রাত্য বসু ত্রিপুরায় যাচ্ছেন।
প্রসঙ্গত, গত শনিবার দলীয় কাজে ত্রিপুরায় গিয়ে আক্রান্ত হন দেবাংশু ভটাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত’র মতো তৃণমূলের নেতা নেত্রীরা। অসম-ত্রিপুরা রাজ্য হাই-ওয়েতে তাদের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাদের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোঁড়া হয়। পাথরের আঘাতে মাথা ফাটে সুদীপের। আক্রান্ত হন দেবাংশু ও জয়া। পুলিশ কোনও ব্যবস্থা না নিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বলে অভিযোগ তোলেন দেবাংশু।