নতুন বছরেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল রাজধানী, বৃদ্ধাশ্রমে আগুন লেগে মৃত্যু হয়েছে ২ বৃদ্ধার

- আপডেট : ১ জানুয়ারী ২০২৩, রবিবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক: নতুন বছরের প্রথমেই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল রাজধানী। তীব্র শীতের ভোরে বৃদ্ধাশ্রমে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনায় এখনও পর্যন্ত ২ বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ ২-এ।
অন্তরা নামের হাসপাতাল ও বৃদ্ধাশ্রমের তিনতলায় আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে ঘরগুলোতে। ঘটনায় ৮২ ও ৯২ বছর বয়সি ২ জন বৃদ্ধা মারা গেছেন।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধাশ্রমে চিকিৎসা পরিষেবাও দেওয়া হয়। তবে মূলত প্রবীণ নাগরিকদের আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হয় ‘অন্তরা’।
ঘটনা প্রসঙ্গে দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার চন্দন চৌধুরী জানান, “এদিন ভোর ৫ টা নাগাদ পুলিশ ও দমকলের কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। সকাল ৭টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৃদ্ধাশ্রমের তৃতীয় তল থেকে দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে।
১৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”কিন্তু ঠিক কীভাবে শীতের ভোরে এমন ভয়ঙ্কর আগুন লাগল? তা এখনও জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।
বৃদ্ধাশ্রম ও হাসপাতালটির কর্মী এবং আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে বৃদ্ধাশ্রমটির অগ্নি নির্বাপণ ব্যবস্থা। বৃদ্ধাশ্রমটির ‘ফায়ার এনওসি’ ছিল কি না, তাও যাচাই করা হচ্ছে।
Two killed as fire breaks out at senior citizen home in Delhi’s Greater Kailash #Delhi
Read More: https://t.co/Deo1p3jsy1 pic.twitter.com/x1y5j0jo6c
— Express Delhi-NCR (@ieDelhi) January 1, 2023