নয়াদিল্লি, ১৫ জানুয়ারি: দীর্ঘদিন থেকে একাধিক দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন পাঞ্জাবের কৃষক নেতা জগজিৎ সিং দালেওয়াল। অনশন চালাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হলেও তিনি চিকিৎসার পরিষেবা নিতে অস্বীকার করেছেন। তাঁর একটাই দাবি, কেন্দ্র আলোচনায় বসলে তবেই তিনি চিকিৎসার পরিষেবা নেবেন এবং অনশন প্রত্যাহার করবেন। যদিও তাঁর স্বাস্থ্য নিয়ে বারংবার উদ্বেগ প্রকাশ করেছে খোদ দেশের শীর্ষ আদালত।
Read More: ভাগবতের মন্তব্য ‘দেশদ্রোহিতা’র সমান: সুর চড়ালেন রাহুল
এবার পাঞ্জাব সরকারের কাছে কৃষক নেতার শারীরিক অবস্থা কি! তা জানতে চেয়ে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। বুধবার দালেওয়ালের তার সর্বশেষ ভিটাল সহ বিস্তারিত মেডিকেল রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। এদিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আদালতে দাবি করেন, দালেওয়ালের প্যারামিটারগুলির উন্নতি হচ্ছে। অনশনস্থল থেকে ১০ মিটার দূরে একটি চিকিৎসা কেন্দ্র করা হয়েছে। সিব্বলের এই দাবির পরই বিস্ময় প্রকাশ করে শীর্ষ আদালত বলেছে, “৫০ দিনেরও বেশি সময় ধরে উপবাস করার পরও একজন ব্যক্তির ভাইটাল কীভাবে স্থিতিশীল থাকতে পারে।” এরপরই পাঞ্জাব সরকারের কাছে দালেওয়ালের স্বাস্থ্যের বিস্তারিত রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ২৯ জানুয়ারী পর্যন্ত স্থগিত করেছে শীর্ষ আদালত।