C-130J সুপার হারকিউলিসে দিল্লিতে আসছে বিপিন রাওয়াত সহ ১৩ জনের মরদেহ

- আপডেট : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্কঃ দিল্লি নিয়ে আসা হচ্ছে ১৩ জনের মরদেহ। বায়ুসেনার বিমান C-130J সুপার হারকিউলিসে আসছে মরদেহ। পালাম এয়ারবেসে আনা হচ্ছে দেহগুলি। ভারতের প্রতিরক্ষা প্রধান সহ ১৩ জনের দেহ রয়েছে বায়ুসেনার বিশেষ বিমানে।
এদিন সন্ধ্যা ৭.৪০ নাগাদ দিল্লির পালাম এয়ারবাসে পৌঁছতে পারে মরদেহগুলি। ৮.৪০ নাগাদ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ দেশের একাধিক রাষ্ট্রনেতারা শ্রদ্ধা জানাবেন দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে। শুক্রবার সকাল ১১ টা পর্যন্ত প্রয়াত বিপিন রাওয়াতের দেহ শায়িত থাকবে তাঁর দিল্লির বাসভবনে। শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য।
অভিশপ্ত কপ্টার দুর্ঘটনা প্রাণ কেড়েছে মোট ১৩ জনের। এদের মধ্যেই ছিলেন ভারতের প্রথম প্রতিরক্ষা বিপিন রাওয়াতের। স্বামীর সঙ্গেই মৃত্যু হয়েছে রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতের। কপ্টারে ১৪ জন জনের মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছেন। এখনও জীবিত অবস্থায় মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং।