পুবের কলম প্রতিবেদকঃ প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৭৩৮ জনের তালিকা প্রকাশ করল পশ্চিবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। উল্লেখ্য, ২০১৪ সালের প্রাইমারি টেটে প্রশ্নপত্র ভুল সংক্রান্ত যে মামলা হয়েছিল– সেই মামলায় হাইকোর্টের নির্দেশের নিরিখে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন– এই যে ৭৩৮ জনের তালিকা যে প্রকাশ করা হল– তাঁরা এক সপ্তাহের মধ্যে নিয়োগ পাবেন।
প্রসঙ্গত– ২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়– তাতে প্রশ্নভুলের একটা বিতর্ক তৈরি হয়। অনেকে অকৃতকার্য হন। এরপরই কলকাতা হাইকোর্টে যান বেশ কয়েকজন পরীক্ষার্থী। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ অনুসারেই এদিন পর্ষদ এই তালিকা প্রকাশ করল।
এর আগে ৪০০ জনেরও বেশি চাকরি প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফের ৭৩৮ জনের তালিকা প্রকাশ করা হল। এক সপ্তাহের মধ্যে নিয়োগ পাবেন তাঁরা।
যদিও এ নিয়ে পর্ষদের ব্যাখ্যা– আইনি জটিলতা ছিল। হাইকোর্টের নির্দেশ আসতেই তারা দ্রুততার সঙ্গে তালিকা প্রকাশ করল এবং একই গতিতে নিয়োগও করা হবে। আগামী সাতটি ‘ওয়ার্কিং ডে’-মধ্যেই চাকরি পাবেন প্রার্থীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্রুত শূন্য আসনগুলিতে নিয়োগ করবে বলে জানা গিয়েছে।