কপ্টার দুর্ঘটনার ২২ ঘন্টা পরে উদ্ধার ব্ল্যাক বক্স, জানা যাবে কারণ, প্রতীক্ষায় দেশ

- আপডেট : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্কঃ তামিলনাড়ুর কুন্নুরে ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় খোঁজ মিলল ব্ল্যাক বক্সের। দুর্ঘটনার ২২ ঘন্টার পর উদ্ধার এই ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্স থেকেই জানা যাবে কপ্টার দুর্ঘটনার কারণ। ব্ল্যাক বক্সের রেকর্ডিং যাচাই করলেই জানা যাবে, বুধবার যান্ত্রিক গোলযোগ নাকি প্রাকৃতিক দুর্যোগ বা খারাপ আবহাওয়া, কিংবা অন্তর্ঘাতের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা সামনে আসবে। গোটা কালই তদন্তের নির্দেশ দেয় সেনা।
আজ সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের দেহ দিল্লিতে আনা হবে। গুরুতর আহত অবস্থায় ওয়েলিংটন সেনা হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং।
বুধবার সকাল ১১.৪৮ নাগাদ সুলুর থেকে চিফ অফ ডিফেন্স (সিডিএস), দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে নিয়ে রওনা দেয়
MI-17 কপ্টার। ওড়ার প্রায় ২০ মিনিটের মধ্যে আছড়ে পড়ে কপ্টারটি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কুন্নুরের নীলগিরি পার্বত্য এলাকায় ভেঙে পড়ে কপ্টারটি। প্রথমে একটি বিকট আওয়াজ হয়। কপ্টারটি যখন টাল খেতে নীচে পড়তে থাকে ঠিক তখনই কপ্টার থেকে তিন-চারটে দেহ পড়তে থাকে। এই রকম ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। তখনও তাদের জানা ছিল না এই কপ্টারের মধ্যেই আছেন দেশের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত।
তামিলনাড়ুর কুন্নুরে ভয়াবহ কপ্টার দুর্ঘটনা কেড়ে নিয়েছে দেশের চিফ অফ ডিফেন্স (সিডিএস) প্রতিরক্ষা প্রধানের স্ত্রী মধুলিকার রাওয়াতের প্রাণও। সেই সঙ্গে প্রাণ গিয়েছে কপ্টারে থাকা উচ্চ পদস্থ সেনা আধিকারিকদের। মোট ১৪ জনকে আকাশে ওড়ে MI-17. একজন ছাড়া মৃত্যু হয়েছে সকলের।
তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনা ও প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে এ দিন সংসদে বক্তব্য রাখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর পর বলেন, “সম্পূর্ণ সামরিক সম্মানের সঙ্গে প্রতিরক্ষা প্রধানের শেষকৃত্য সম্পন্ন হবে।” লোকসভা ও রাজ্যসভায় শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের উদ্দেশ্যে। সংসদের দুই কক্ষেই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিটের জন্য নীরবতা পালন করা হয়।