পুবের কলম, ওয়েবডেস্কঃ বিজেপি শাখা সংগঠনে রদবদল, সরানো হল সৌমিত্র খাঁকে। যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে সরানো হল সৌমিত্রকে।নতুন সভাপতি হচ্ছেন ইন্দ্রনীল খাঁ। সাধারণ সম্পাদক হলেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল। রাজ্য বিজেপির সহ সভাপতি হলেন জগন্নাথ সরকার। সরানো হল জয়প্রকাশ মজুমদারকে।
মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে সরানো হল অগ্নিমিত্রা পালকে। নতুন সভানেত্রীর হলেন তনুজা চক্রবর্তী। সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হল সায়ন্তন বসুকে। রাজ্য বিজেপির মুখপাত্র হলেন রুদ্রনীল ঘোষ।
West Bengal BJP announces party’s State Committee including Morcha Presidents, in-charges and co-incharges of depts.
11 Vice Presidents, 5 Secretaries and 12 Secretaries among others appointed. pic.twitter.com/P65UCM3Zlv
— ANI (@ANI) December 22, 2021
কলকাতা পুরভোটে ভরাডুবি বিজেপির। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টি আসন ছিনিয়ে নেয় তৃণমূল। এর মধ্যে বিজেপি ৩টি আসন দখল করেছে, বাম ২টি আসন, কংগ্রেস ২টি ও নির্দল ৩টি আসনে জয়ী হয়েছে। ক্রমশই পশ্চিমবঙ্গ থেকে অস্তিত্ব হারিয়ে ফেলছে গেরুয়া শিবির। সেই কথা মাথায় রেখেই এই রদবদল।
পুরভোটে বিপুল জয়ে পেয়েই তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে। বিজেপি ভো-কাট্টা হয়ে গেছে।’
কলকাতা পুরভোটে বিজেপির মুখরক্ষা করেছেন সজল ঘোষ, মীনা পুরোহিত ও বিজয় ওঝা। টানা ৬ বার জিতে মুখরক্ষা করেছেন মীনাদেবী পুরোহিত, হ্যাটট্রিক বিজয় ওঝার। প্রথমবার লড়েই জিতলেন সজল ঘোষ