কলকাতাWednesday, 2 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

শাবান মাস শুরুর সম্ভাব্য তারিখ ৪ মার্চ

mtik
March 2, 2022 6:20 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্ক : বছর ঘুরে আবারও আসতে চলেছে শাবান মাস। চন্দ্রবর্ষের অষ্টম মাস হল শাবান। এ মাস প্রতিটি মোমিন-মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সংযুক্ত আরব আমিরশাহীর একজন জ্যোতির্বিদ শাবান মাসের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। ইসলামিক (হিজরি) ক্যালেন্ডারে শাবান মাস পবিত্র রমজান মাসের আগে আসে এবং এই মাসটি এবার ৪ মার্চ থেকে শুরু হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোস্যাইটির বোর্ড অফ ডিরেক্টর্সের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান শাবান মাসের সম্ভাব্য তারিখটি প্রকাশ করেছেন। জ্যোতির্বিদ্যা সম্পর্কিত গবেষণা থেকে জারওয়ানের ধারণা, শাবান মাসের চাঁদ মার্চের ৩ তারিখ অর্থাৎ আজ দেখা যেতে পারে। চাঁদ উঠলে মার্চের ৪ তারিখ থেকে শাবান মাস শুরু হবে। এর আগে জারওয়ান বলেছিলেন, এ বছর পবিত্র রমযান মাসের শুরু এপ্রিলের ২ তারিখ থেকে হতে পারে। অর্থাৎ ৩০ দিনে মাস হলে মে মাসের ১ তারিখ পর্যন্ত চলবে রমযান। সেইমতো ২ তারিখ বিশ্বব্যাপী পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। উল্লেখ্য, শাবান ও রমযান মাস মুমিনদের নব চেতনায় উজ্জীবিত ও আলোড়িত হওয়ার মাস। আল্লাহর নৈকট্য ও ইবাদতে মশগুল হওয়ার মাস।