পুবের কলম, ওয়েবডেস্কঃ :হাসপাতাল থেকে ছাড়া হল সৌরভ গাঙ্গুলিকে। স্থিতিশীল BCCI প্রেসিডেন্ট, প্রাক্তন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। উডল্যান্ড হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শে বাড়িতে আইশোলেশনে থাকতে হবে সৌরভ গাঙ্গুলিকে।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ভালো আছেন সৌরভ। ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।
সোমবার রাতে করোনা আক্রান্ত হয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলি। সৌরভের চিকিৎসার জন্য ৩ সদস্যের বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে ছিলেন চিকিৎসক সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু ও সৌতিক পাণ্ডা। পরামর্শ নেওয়া হচ্ছে বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠী ও আফতাব খানের। সৌরভ গাঙ্গুলির বেহালার চৌরাস্তার বাড়ি কলকাতার পুরসভার পক্ষ থেকে স্যানিটাইজ করা হয়।
সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি ও মেয়ে সানারও করোনা রিপোর্ট করা হয়। তাদের দুজনের রিপোর্ট নেগেটিভ আসে।