পুবের কলম প্রতিবেদকঃ ক্ষতিগ্রস্থ মাদ্রাসাগুলি পাবে অর্থ বরাদ্দ। এ কথা জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন। উল্লেখ্য, আমফান ও ইয়াসে বহু মাদ্রাসার ক্ষতি হয়েছে। সেই সমস্ত মাদ্রাসাগুলির কাছে তথ্যও চাওয়া হয়েছিল। ওই সব তথ্য খতিয়ে দেখে মাদ্রাসাগুলিকে ধাপে ধাপে অর্থ বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।
মাদ্রাসার শিক্ষকদের অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মাদ্রাসাগুলিকে অর্থ বরাদ্দ করার আশ্বাস দেওয়া হয়েছিল। এখনও সেই অর্থ মেলেনি। পাশাপাশি স্কুল শিক্ষা দফতর শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিল। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার ফলে সংস্কারের জন্য বরাদ্দ করেছে স্কুল শিক্ষা দফতর।
মাদ্রাসাগুলির দাবি, দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ রয়েছে। সংস্কারের জন্য মাদ্রাসাগুলিকেও বরাদ্দ দেওয়া হবে। তবে মাদ্রাসা শিক্ষা দফতরের বক্তব্য– কোনও মাদ্রাসা সংস্কারহীন অবস্থা থাকলে বরাদ্দ পাবে। রাজ্য সরকার মাদ্রাসাগুলির বিষয়ে যথেষ্ট তৎপর। তাই মাদ্রাসাগুলিকেও বরাদ্দ দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।