পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা অতিমারি থেকে পরিযায়ী শ্রমিকদের দেশে ফেরানো নিয়ে বার বার তাকে গেছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। বলা যায় অসহায় মানুষদের মসিহা তিনি। সেই সোনু সুদের নামেই ওঠেই কর ফাঁকি দেওয়ার অভিযোগ। মৌনভঙ্গ করে এবার কুৎসার জবাব দিলেন সোনু সুদ। সোমবার, ট্যুইট করে সোনু জানান, ‘সব সময়ে নিজের কথা নিজেকে ঢাক পিটিয়ে বলতে নেই। সঠিক সময় আসলে সব প্রকাশ পায়। আমি দেশের মানুষের কাজে নিজেকে উৎসর্গ করেছি। আমার মন-প্রাণ দিয়ে যথাসাধ্য চেষ্টা মানুষের জন্য কাজ করার। আমার ফাউন্ডেশনের প্রতিটি অর্থ গরিব মানুষের কাজে লাগার অপেক্ষায়। চেষ্টা করছি, অন্তত একজনের প্রাণও যেন বাঁচাতে পারি’।
সোনু সুদের মুম্বই, লখনৌ, কানপুর, জয়পুর, দিল্লি এবং গুরগ্রামে তাঁর একাধিক সম্পত্তিতে তল্লাশি চালানো হয়। এরপর গত সপ্তাহে সোনুর বিভিন্ন দফতরে আয়কর আধিকারিকরা তল্লাশি চালান। ২০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে সোনু ও তার সহকর্মীদের বিরুদ্ধে।
কিছুদিন আগে সোনু সুদ রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন ওঠে। সোনু এর জবাবে বলেন, তিনি একজন সাধারণ মানুষ হিসেবে ভালো আছেন। সোনু অপর একটি ট্যুইটে লেখেন, ‘নট ট্রু, আই অ্যাম হ্যাপি অ্যাজ এ কমন ম্যান।’