পুবের কলম, ওয়েবডেস্কঃ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ে প্রয়াণে শোকের ছায়া রাজ্যেজুড়ে। উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সফর কাটছাঁট করে আজই কলকাতায় ফিরছেন তিনি। আজ সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে তাঁর দেহ রাখা হয় রবীন্দ্র সদনে। সেখানে দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শায়িত থাকবে এই কিংবদন্তী শিল্পীর দেহ। বিকেলে তাঁর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, গান স্যালুটের মাধ্যমে সম্পন্ন হবে শেষকৃত্য।
শোকে পাথর শিল্পীর পরিবার। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেয়ে জানান, সকলের মাতৃবিয়োগে যে অনুভূতি হয়, আমার তার থেকে আলাদা কিছু নয়। তবে সব সময় পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। এসএসকেএম-এর সমস্ত চিকিৎসকদের অসংখ্য ধন্যবাদ। যারা এত সুষ্ঠুভাবে সমস্ত চিকিৎসা করেছেন। সেইসঙ্গে সংবাদমাধ্যমকে কৃতজ্ঞতা জানান গীতশ্রীর কন্যা।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের জামাই বলেন, ‘আমাকে ছেলের মতো ভালোবাসতেন’। গতকাল অ্যাপোলো হাসপাতালে জীবনাবসান হয় এই কিংবদন্তী শিল্পীর। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মৃত্যু হয় তাঁর। এসএসকেএম হাসপাতালে ভর্তি পর জানা যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় কোভিড আক্রান্ত। সেখান থেকেই রাজ্য সরকারের উদ্যোগে এসএসকেএম হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই কাল রাতে মৃত্যু হয় শিল্পীর।